DA ৯০ হাজার টাকা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসিক বেতন কত?

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: আমরা সকলেই জানি যে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন কত হওয়া উচিত এবং ভাতার পরিমাণ কত হওয়া উচিত সবটাই নির্ধারণ করে থাকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা। একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই বেতন এবং ভাতা পাওয়ার যোগ্যতা রয়েছে। মুখ্যমন্ত্রীরা বেতনের পাশাপাশি ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’, বিনামূল্যে থাকার জায়গা, যাতায়াত বাবদ ভাতা-সহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। জানেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসিক বেতন হিসেবে কত টাকা উপার্জন করেন? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

জানা গিয়েছে ২০১৯ সালের বেতন বৃদ্ধির আগে ৬০ হাজার টাকা DA সমেত পেতেন ৮৭ হাজার টাকা। কিন্তু ২০১৯ সালে বেতন বৃদ্ধি হয়। হিসেবের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ১৭ হাজার ০০১ টাকা। এর মধ্যে মূল ভাতা ২৭ হাজার ০০০১ টাকা এবং বর্ধিত DA বেড়ে দাঁড়ায় মাসিক ৯০ হাজার টাকা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর বর্ধিত বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে একটা পয়সাও নেন না।

বিধায়ক সহ সকল মন্ত্রীদের বেতন বৃদ্ধি!

সূত্রের খবর গত বছর সেপ্টেম্বরে যখন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল কিন্তু তখনও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়নি। গতবছর প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতাসহ ১ লাখ ১০ হাজার টাকা। কিন্তু ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় বেতন বেড়ে হয় দেড় লাখ টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতাসহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। বর্তমানে তাঁরা পান ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে বিধায়কদের মোট বেতন ভাতা ছিল ৮১ হাজার টাকা। এখন থেকে সমস্ত বিধায়করা প্রত্যেক মাসে পাবেন ১ লাখ ২১ হাজার টাকা।

ব্যবহার করেন না সরকারী গাড়িও!

কিন্তু মমতা বন্দোপাধ্যায় কোনো সরকারি বেতন নেন না৷ নেন না ভাতা৷ ব্যবহার করেন না সরকারি গাড়িও৷ শুভাকাঙ্ক্ষীর গাড়ি চেপে নবান্নে আসেন৷ কলকাতার আশপাশের ২০ কিলোমিটার এলাকার মধ্যে অন্য জেলায় গেলেও ব্যবহার করেন সেই গাড়িই৷ এমনকী, দিল্লিতে গেলেও তিনি সরকারি গাড়ি চড়েন না৷ শুধু দূরের জেলায় গেলে নিরাপত্তা আধিকারিকদের জোরাজুরিতে সরকারি স্করপিওতে উঠতেই হয় তাঁকে৷ কিন্তু কিন্ত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোনও গাড়ি নেই৷

সেইসময় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রত্যেকের বেতন বাড়ানো হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হল না। আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বেতনের সংশোধনের বিষয়টি খুব প্রয়োজনীয়। নাহলে বিষয়টা ভালো দেখায় না। আপনার ভাতা বৃদ্ধি করারও অনুরোধে জানাচ্ছি।’ তবে সেই অনুরোধে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। তাইতো আজও মুখ্যমন্ত্রীর বেতন একই থেকে গেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥