রোহিতের আপডেট থেকে কোহলির ফর্ম! অস্ট্রেলিয়া সিরিজের আগে বহু প্রশ্নের উত্তর দিলেন গম্ভীর

Published on:

gautam gambhir head coach

কলকাতাঃ আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার-গাভাস্কার টুর্নামেন্টে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তাঁর আগে একটি প্রেস কনফারেন্স করে বহু প্রশ্নের উত্তর দিলেন কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, তাঁরও উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, রোহিত শর্মা না খেললে কেএল রাহুল বা অভিমন্যু ইশ্বরন ওপেনিং করবেন।

প্রথম টেস্টে খেলবেন রোহিত শর্মা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়েও জবাব দেন গৌতম গম্ভীর। তিনি জানান যে, রোহিতকে নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তিনি জানান সিরিজ শুরু হওয়ার আগে এই বিষয়ে স্পট কিছু বলা যাবে। উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি।

কে হবেন টিম ইন্ডিয়ার কোচ?

রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট মিস করেন, তাহলে অধিনায়কের দায়িত্ব কে সামলাবেন? এই প্রশ্নের উৎরে গৌতম গম্ভীর ভারতীয় দলের বর্তমান সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহর নাম নিয়েছেন। গম্ভীর স্পষ্ট জানান যে, বুমরাহ সহ-অধিনায়ক, আর তিনি রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন।

বিরাট কোহলির খারাপ ফর্ম

গৌতম গম্ভীর বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়েও কথা বলেছেন। তিনি জানান যে, দুই সিনিয়র ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই। তাঁরা দলের জন্য সর্বদা সর্বস্ব দেওয়ার প্রচেষ্টা করেছেন। আগামী দিনেও করবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥