এক ঝটকায় নামবে শীত, পাশাপাশি ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজ আমূল বদলে যাবে আবহাওয়া

Published on:

south bengal weather winter

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে নভেম্বর মাস চলছে এবং সাধারণ মানুষের এখন শীতের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকবে। শীত আসার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরী হয়েছেন নিম্নচাপ। যে কারণে বাংলায় শীত আসতে বাধা পাচ্ছে। এমনিতে জাঁকিয়ে শীত ডিসেম্বর পড়তে শুরু করে। যাইহোক, আগামী কয়েক সপ্তাহ উত্তর-পশ্চিম বাংলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর ফলে শীত আসতে আরও দেরি হবে। যাইহোক, আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ সপ্তাহের দ্বিতীয় দিন থেকে বাংলার আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটের ওপর শুষ্কই থাকবে। শুধুমাত্র ভাসা মেঘে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এদিন ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের আবহাওয়া শুষ্ক থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি খটখটে শুকনো থাকলেও উত্তরবঙ্গের তিন জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে।

কবে বাংলায় শীত আসবে?

এখন সকলের মুখে একটাই প্রশ্ন, বাংলায় কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে,সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত ৫ দিন সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মরশুমের প্রথম জাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে। সবথেকে বড় কথা, এই সময়সীমার মধ্যে কলকাতাতেও শীতের আগমন ঘটতে পারে। সকাল ও রাতের দিকে ঠাণ্ডার তীব্রতা বাড়বে। বাড়বে শীতল উত্তরে বাতাসের দাপট। অর্থাৎ শীতের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group