চাণক্যের এই ৫ নীতি মাথায় রাখলে, আপনাকে কেউ আটকাতে পারবে না ধনী হতে

Published on:

chanakyaniti for success

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমরা প্রত্যেকেই ধনী হতে চাই। আমরা চাই যে, আমাদের এত টাকা হোক যা দিয়ে আমরা আমাদের সাথে সাথে আমাদের প্রিয় মানুষদের কেও সুখ দিতে পারি। কিন্তু আমরা ধনী হতে চাই সহজ পদ্ধতিতে। আর সহজ পদ্ধতিতে ধনী খুব কম মানুষই হতে পারেন। আচার্য চাণক্যের (Chanakyaniti) বলে যাওয়া কিছু কথা আমরা যদি নিষ্ঠার সাথে পালন করি, তবে আমাদের ধনী হওয়া থেকে আটকানো সম্ভব হবে না।

WhatsApp Community Join Now

পরিবারের প্রত্যেক মানুষকে সুখী ও খুশি করতে আমরা সবাই চাই। কিন্তু তার জন্য প্রয়োজন সময়। কিন্তু সময়ের সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা। টাকা ছাড়া কিছুই হয়না এই পৃথিবীতে। কিন্তু কিছু ছোটখাটো ভুলের জন্য আমাদের জীবনে অনেক সমস্যা আসে। যা আমাদের সাফল্যের পথে বাঁধা সৃষ্টি করে। এই বাঁধা বিপত্তি কেঁটে বেড়িয়ে এসে সাফল্য অর্জন করার জন্য চাণক্য বেশ কয়েকটি টিপস দিয়েছেন। সেগুলো ঠিকঠাক ফলো করে সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়।

সঞ্চয়

একজন প্রকৃত মানুষ যদি তার জীবনে সাফল্য চান তাবে তাকে চাণক্য নিতী অবলম্বন করতে হবে। একজন ব্যক্তির ধনী হবার আসল চাবিকাঠি হচ্ছে তার সঞ্চয়। আচার্য চাণক্য বলেছেন, কোথায় আপনার অর্থ ব্যয় করতে হবে আর কোথায় টাকা জমাতে হবে সেই বিষয়ে ধারণা থাকলে তবেই আপনি ধনী হতে সক্ষম। অর্থাৎ আপনার অর্থ আপনাকে বুঝে ব্যায় ও সঞ্চয় করতে হবে।

আসক্তি

আপনার দ্রুত ধনী হতে গেলে সবার আগে আপনাকে কারোর প্রতি আসক্ত হলে হবেনা‌। আচার্য চাণক্য তার নিতীতে লিখেছেন, কারোর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। তিনি এইটাও লিখেছেন সাফল্য হয়ে ওঠার পিছনে বড় বাঁধা আসক্তি। যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির প্রতি আসক্ত হতে শুরু করেন, তখন তিনি অনেক গুরুত্বপূর্ণ দিকেই নজর এড়িয়ে চলে যান।

বিতর্ক

দ্রুত ধনী হতে চাওয়া ব্যক্তির সবসময় বিতর্ক এড়িয়ে চলা শ্রেয়। বুদ্ধিমান মানুষ সবসময় বির্তক এড়িয়ে চলে। শুধু তাই নয়, বোকাদের কোনো বিষয়ে বেশি বোঝাতে না যাওয়া উচিত। চাণক্য তাঁর নীতিশাস্ত্রে এইটাও লিখেছেন যে, ধনী হবার জন্য একজন মানুষের নিজের কাজে মনোনিবেশ করা উচিত।

সম্পর্ক

অর্থ মানুষকে সবসময় ভুল পথে চালিত করতে চায়। একবার কেউ অর্থের প্রেমে আটকে গেলে সে তার সম্পর্ক থেকে শুরু করে সবকিছুই উপেক্ষা করা শুরু করে। চাণক্য লিখেছেন সম্পদ বাড়ানোর সাথে সাথে চারিপাশের সম্পর্কও ঠিক রাখা উচিত।

গোপনীয়তা

আচার্য চাণক্য বলেছেন, যদি কোনো ব্যক্তি দ্রুত বড়লোক হতে চান, তবে তাকে তার গোপন তথ্য সবসময় গোপন রাখতে হবে। অর্থাৎ নিজের দুর্বলতা কাউকে দেখানো যাবেনা। এই সমাজে অনেক মানুষ আছে যারা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। আপনি যদি ভুলবশত কাউকে নিজের দুর্বলতা বলে থাকেন, তাবে সাবধান হয়ে যান তাড়াতাড়ি।

সঙ্গে থাকুন ➥