দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

Published on:

andre russell

নিউজ ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার যেই ৬ প্লেয়ারকে রিটেন করেছে, তাঁদের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নাম। তবে এবার রাসেলকে নিয়ে এল চরম দুংসবাদ। খবর পেতে ইতিমধ্যে থরহরিকম্প KKR শিবিরে। জানা যাচ্ছে যে, চোটের কবলে পড়েছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

চোট পেলেন আন্দ্রে রাসেল

WhatsApp Community Join Now

বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাসেল প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রান করেন। যা দেখে খুশি ছিল নাইট শিবিরও। কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় ম্যাচের আগে। আসলে চোটগ্রস্ত হয়ে পড়েছেন আন্দ্রে রাসেল। গোড়ালিতে আঘাত লেগেছে তাঁর।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রাসেল। সেখানে তাঁকে হোটেলের বিছানায় বসে থাকতে দেখা গিয়েছে। সবথেকে উদ্বেগের খবর হল, রাসেলের পায়ে একটি ব্যান্ডেজও দেখা গিয়েছে। আর এই নিয়েই এখন যত চিন্তা।

আইপিএলে খেলবেন না রাসেল?

জানা গিয়েছে, ইতিমধ্যে চিকিৎসকরা বিষয়টিকে গুরুতর ভাবে নিয়ে সবরকম পরীক্ষা করিয়েছেন। ক্যারিবিয়ান এই তারকার চোট ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে, আগামী কিছু দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এদিকে IPL খেলতে পারবেন কি না, সেটা নিয়েও কোনও নিশ্চিত খবর আসেনি।

সঙ্গে থাকুন ➥