উত্তরবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানুন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

Published on:

weather rain

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে যে শীত শীত ভাব এসে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ভোরের দিকে এবং সকালের দিকে হালকা হালকা ঠান্ডার আমেজ তৈরি হয়। তবে একটু বেলা বাড়লেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। রাতে আবার পারদ নিচের দিকে নেমে যাচ্ছে। এমনই আবহাওয়া চলছে রাজ্য জুড়ে। তবে চিন্তা নেই আর কয়েক দিন পরেই এবার একধাক্কায় পারদ নামবে অনেকটা নিচে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহের শেষেই এবার শীতের আমেজ আসতে চলেছে রাজ্যে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

WhatsApp Community Join Now

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামীকাল অর্থাৎ বুধবার বেশ মনোরম থাকবে। এবং আগামী বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই মুহুর্তে দক্ষিণের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ১৫ নভেম্বর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নামতে পারে রাতের পারদ। তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও দেখা যাবে একই আবহাওয়া। তবে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আর অন্যদিকে পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হবে আগামী ১৫ নভেম্বর থেকে। একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

সঙ্গে থাকুন ➥