শ্বেতা মিত্র, কলকাতাঃ শীত (Winter) নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টি, নিম্নচাপের ভ্রূকুটির মাঝেই বাংলার আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে। হু হু করে বইছে ঠান্ডা উত্তরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফেও জানানো হয়েছে যে অবশেষে দক্ষিণবঙ্গে আসছে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আজ বুধবারও বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে পারদ পতনেরও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
সপ্তাহান্তে রাজ্যে কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে হিমালয় এবং দক্ষিণে গাঙ্গেয় বাংলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে শুক্রবারের আগে তা হওয়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্তত তিন দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পরে, পারদ ২ বা ৩ ডিগ্রি অবধি হ্রাস পেতে পারে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন হবে। যদিও বৃষ্টি হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলা যেমন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় পারদ পতনের পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার জাঁকিয়ে শীত
১৭ থেকে ২১শে নভেম্বর, এই ৫ দিন সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মরশুমের প্রথম জাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে। এই সময়সীমার মধ্যে কলকাতাতেও শীতের আগমন ঘটতে পারে। সকাল ও রাতের দিকে ঠান্ডার তীব্রতা বাড়বে। বাড়বে শীতল উত্তরে হাওয়ার দাপট।