প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজ্যে আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে বাংলার মানুষের মধ্যে নানা মিশ্রিত পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি এই পরিস্থিতি নিয়ে এখনও প্রত্যেক জেলায় নানা ক্ষোভ তৈরি হয়েছে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রাপকের তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে বলে নানা অভিযোগ উঠে আসছে। আর তা থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার অনেকের অভিযোগ কিছু কিছু উপভোক্তার পাকা বাড়ি হয়েও নাম উঠে আসছে তালিকায়।
১১ দফা নয়া নির্দেশিকা জারি পঞ্চায়েত দফতরের
তাই এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দফতর নতুন করে সমীক্ষকদের ১১ দফা নয়া নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষকরা আর কোনো নতুন তালিকা তৈরি করছেন না। ২০২২ সালের তৈরি তালিকা আর একবার যাচাই করা হচ্ছে। এই তালিকায় থাকা নামগুলি যাচাই করবে পুলিশ। সম্প্রতি আবাস যোজনার তালিকা তৈরি করা নিয়ে রাজ্যের কয়েকটি জেলায় বিগত কয়েক সপ্তাহ ধরে বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ–অশান্তি শুরু হয়েছে। অনেক সময় কিছু ভুল বোঝাবুঝি থেকেই বড় সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা এবং সেই সমস্যা মেটাতেই এবার রাজ্য সরকারের তরফে এক নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে।
পুনরায় সমীক্ষার তালিকা যাচাইকরণ
পঞ্চায়েত দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড় দানার জেরে ক্ষতিগ্রস্তদের আবাস প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ আবাস যোজনার তালিকা ক্ষতিগ্রস্তদের নিয়ে তৈরি করা হবে। সমীক্ষা করা হবে কোন কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় যাঁদের নাম আছে তাঁদের ক্ষেত্রেও আরও একবার সমীক্ষা করা হবে। যাতে কোনওভাবেই যোগ্য ব্যক্তি বাংলার বাড়ি বা আবাস প্রকল্প থেকে বঞ্চিত না হন।
সমীক্ষকদের উদ্দেশে বলা হয়েছে বিশেষ করে উপভোক্তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইডি–সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময়ে বাড়তি নজর দিতে হবে। যাতে কোনো রকম ভাবে ছোট কোনও ভুলও ধরা না পড়ে, তাই প্রতিটি স্তরে কড়া নজরদারির ব্যবস্থা রাখতে হবে। শুধু তাই নয় সেই নির্দেশিকায় সমীক্ষকদের বলা হয়েছে উপভোক্তাদের নামের তালিকা যাচাইয়ের সময়েই সমস্ত তথ্য এবং আবেদনকারীদের বর্তমান ঠিকানার ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে যথাযথ ভাবে আপলোড করে রাখতে হবে নির্দিষ্ট অ্যাপে।