কলকাতাঃ প্রাক্তন ভারতীয় তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ডের হাইকোর্ট। আইপিএল ২০২৫-র আগে বিচারক এসকে দ্বিবেদীর বেঞ্চ প্রতারণার মামলার শুনানির সময় ধোনিকে নোটিশ পাঠিয়েছে। হাইকোর্টের তরফে ধোনিকে নিজের পক্ষ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বলে দিই, মঙ্গলবার হাইকোর্টে মাহির প্রাক্তন সহযোগী মিহির দিবাকরের মামলার শুনানি চলছিল।
রাঁচি হাইকোর্টে মামলা এমএস ধোনির
প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনি তাঁর প্রাক্তন সহযোগী মিহিরের বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছিলেন। এই মামলায় মিহিরের স্ত্রী স্বপ্না ও আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।
ঘটনাটি কী?
আসলে, গোটা বিশ্বজুড়ে ক্রিকেট অ্যাকাডেমি খোলা নিয়ে মিহির দিবাকর ও এমএস ধোনির মধ্যে একটি চুক্তি হয়েছিল। আজ থেকে ৭ বছর আগে, মানে ২০১৭ সালে এই চুক্তি হয়। কিন্তু ধোনির তরফ থেকে অভিযোগ ওঠে যে, দিবাকর চুক্তিতে থাকা নিয়ম পালন করছিলেন না। ধোনি অভিযোগ করে জানান যে, ২০২১ সালে চুক্তি থেকে দিবাকরকে বাদ দেওয়ার পরেও সে মাহির নাম নিয়ে একের পর এক ক্রিকেট অ্যাকাডেমি খুলেই চলেছিলেন। আর এই কারণে ১৫ কোটির ক্ষতি ক্ষয় ধোনির।
ধোনির এই অভিযোগের পর হাইকোর্টের দ্বারস্থ হন মিহির দিবাকরও। এবার রাঁচি হাইকোর্ট নোটিশ পাঠিয়ে ধোনিকে এই মামলায় নিজের যুক্তি পেশ করার নির্দেশ দিয়েছে।
IPL-র প্রস্তুতিতে ব্যস্ত ধোনি
বর্তমানে IPL ২০২৫-র প্রস্তুতিতে ব্যস্ত চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। CSK এবারও মাহিকে রিটেন করেছে। এবার মাত্র ৪ কোটি টাকায় দলে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। আর এত কম মূল্য পাওয়ার কারণ হল, তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে মার্ক করেছে IPL কমিটি। ধোনি ছাড়াও রবীন্দ্র জাদেজা, শিবম দুবে আর রুতুরাজ গায়কওয়াড়কে রিটেন করেছে চেন্নাই।