শ্বেতা মিত্র, পূর্ব মেদিনীপুরঃ ভ্রমণপ্ৰিয় বাঙালির কাছে দীঘা (Digha) মানেই হল একটা আলাদা ইমোশনের জায়গা। ৮ থেকে ৮০ কে না ঘুরতে যেতে ভালোবাসেন দীঘায়। এদিকে যত সময় হচ্ছে ততই দীঘা যেন নতুনভাবে সেজে উঠছে। বাংলার আকাশ বাতাস এখন জানান দিচ্ছে শীত আসন্ন বাংলার পারদ বেশ খানিকটা কমে গিয়েছে। এহেন অবস্থায় আপনিও যদি দীঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত সুখবর। এবার দীঘায় গেলে আপনি জায়গাটি হয়তো চিনতেও পারবেন না। কারণ এখানে গেলে আপনি একদম বিদেশের আমেজ পেয়ে যাবেন। আসলে অবশেষে এখানে শুরু হয়েছে জায়েন্ট সুইং ব্যবস্থা। অর্থাৎ এবার দীঘা ঘুরতে গেলে আপনি ভ্রমণের পাশাপাশি অ্যাডভেঞ্চারেরও মজা নিতে পারবেন।
দীঘায় চালু জায়ান্ট সুইং | Digha Giant Swing |
এই Giant Swing ব্যবস্থা আপনি ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডের মতো বিদেশী জায়গায় দেখতে পাবেন। এছাড়া ভারতেও হাতেগোনা কয়েকটা জায়গা এই জায়ান্ট সুইঙ্গ ব্যবস্থা চালু রয়েছে। তবে এবার বাঙালি সাধ্যের মধ্যেই দীঘাতেও চালু হয়ে গেল এই জিনিসটি। যে কারণে বর্তমান সময়ে দীঘা ঘুরতে যাওয়া পর্যটকদের আনন্দ রীতিমতো দ্বিগুণ হয়ে গিয়েছে।
ইতিমধ্যে এই অ্যাডভেঞ্চার রাইডের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র গতিতে ভাইরাল হয়েছে। আর এই ভিডিও দেখে অনেকেই আছেন যারা রীতিমতো চমকে গিয়েছেন।
ভাইরাল ভিডিও
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন ওই Giant Swing -এ বসে আছেন। আর ঝুপ করে সেটি দোল খেয়ে একদম সমুদ্রের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি দোল খেতে খেতে অনায়াসেই চোখের সামনে দীঘার সমুদ্র দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। অবশ্য দুর্বল হৃদয়ের ব্যক্তির জন্য এই দোলনা নয়।