পুরুলিয়া থেকে দিঘা, দৈর্ঘ্য ৪৬৬ কিমি! ৪ জেলার উপর দিয়ে যায় বাংলার সবথেকে দীর্ঘ সড়ক

Published on:

highway

শ্বেতা মিত্র, কলকাতাঃ সে বাংলা (West Bengal) হোক কিংবা দেশের অন্য কোনো প্রান্ত, সড়ক ব্যবস্থা ভালো থাকলে সব সমস্যার সমাধান। রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কগুলি দেশের যেন রীতিমতো বদলে দিয়েছে। বিশেষ করে রাজ্য সড়কগুলি। রাজ্য মহাসড়কগুলি হল গুরুত্বপূর্ণ আন্তঃসংযোগকারী রুট যা পার্শ্ববর্তী রাজ্যগুলির জাতীয় মহাসড়কগুলিকে সংযুক্ত করতে সাহায্য করে। যাইহোক, আজ কথা হবে পশ্চিমবঙ্গের এমন একটি রাজ্য সড়ক নিয়ে যার পরিধি সম্পর্কে শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। আচ্ছা আপনি কি জানেন যে বাংলার দীর্ঘতম রাজ্য সড়ক ঠিক কোনটা? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনারে জন্য।

পশ্চিমবঙ্গের সবথেকে বড় রাজ্য সড়ক কোনটি?

জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম রাজ্য সড়ক হকল রাজ্য সড়ক -৪ বা (SH 4)। এই সড়কটি পুরুলিয়ার ঝালদা থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা অবধি বিস্তৃত। এই রাজ্য সড়কটি মোট ৪ জেলার ওপর দিয়ে যায়। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। রাজ্য সড়কটির মোট দৈর্ঘ্য ৪৬৬ কিমি।

জানুন রুট

এবার জেনে নিন রুট সম্পর্কে। রাজ্য সড়ক-৪ এর সংক্ষিপ্ত পরিচয় : ঝালদা (পুরুলিয়া) > বাঘমুন্ডি (পুরুলিয়া) > বলরামপুর (পুরুলিয়া) > বরাবাজার (পুরুলিয়া) > মানবাজার (পুরুলিয়া) > খাতড়া (বাঁকুড়া) > রাইপুর (বাঁকুড়া) > সারেঙ্গা (বাঁকুড়া) > গোয়ালতোড় (পশ্চিম মেদিনীপুর) > চন্দ্রকোনা রোড (পশ্চিম মেদিনীপুর) > চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর) > ক্ষীরপাই (পশ্চিম মেদিনীপুর) > ঘাটাল (পশ্চিম মেদিনীপুর) > দাসপুর (পশ্চিম মেদিনীপুর) > পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর) > তমলুক (পূর্ব মেদিনীপুর) > নন্দকুমার (পূর্ব মেদিনীপুর) > বাজকুল (পূর্ব মেদিনীপুর) > খেজুরি (পূর্ব মেদিনীপুর) > কাঁথি (পূর্ব মেদিনীপুর) > রামনগর (পূর্ব মেদিনীপুর) > দীঘা (পূর্ব মেদিনীপুর)।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥