প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। কারণ এখনই হালকা হালকা শীত শীত ভাব অনুভূত হচ্ছে। বেশি জোরে পাখা চালিয়ে ঘুমোলেই চাদর লাগছেই। কিন্তু নভেম্বরের মাঝামাঝি এসেও শীত এখনও অধরা। তবে দক্ষিণবঙ্গের আকাশ এখন আপাতত একেবারে পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়ে যাবে রাজ্যে।
আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। যেটি কিনা ক্রমশই পশ্চিমমুখী অগ্রসর হবে। উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেখানে। তবে এর বিন্দুমাত্র রেশ বাংলায় পড়বে না। বরং শীতের আমেজ দেখা যাবে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নামবে তাপমাত্রার পারদ। সব জেলায় অনুভূত হবে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ পড়ে গিয়েছে। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। জানা গিয়েছে আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে চলতি সপ্তাহেই। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত আগামীকাল উত্তরবঙ্গেও পারদ পতনও হবে। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।