শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে পাকাপাকিভাবে বাংলায় শীতের আমেজ শুরু হয়ে গেল। আপাতত বাংলায় মেঘমুক্ত আকাশ থাকবে। সেইসঙ্গে ঠান্ডা আবহাওয়ার আমেজ বিরাজ করবে। যদিও একেবারে যে বৃষ্টিমুক্ত বাংলা থাকবে সেটাও কিন্তু নয়। অন্তত এমনই ইঙ্গিত দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর থেকে শুরু করে IMD-র বিজ্ঞানীর। আজ বৃহস্পতিবারও বাংলার জেলায় জেলায় তাপমাত্রা কম থাকবে বলে খবর। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে বেশ কিছু জেলায়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এদিন গোটা দক্ষিণবঙ্গের আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকবে। বুধবারের পাশাপাশি আজ লক্ষ্মীবার থেকে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা নামবে। আজ কোনও বৃষ্টির সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে। ভোরের দিকে হালকা কুয়াশা সৃষ্টি হতে পারে।
কলকাতা সহ বাংলার জেলাগুলির তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। শান্তিনিকেতন থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়ার পারদ ১৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। সেইসঙ্গে আকাশ মেঘলা। যদিও আগামী দিনে এই পারদ আরও খানিকটা কমবে বলে দাবি করেছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। অর্থাৎ চলতি মাস থেকেই যে বাংলায় এবারে শীত পড়বে তাতে আর কোনো সন্দেহ নেই।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ইতিমধ্যেই দার্জিলিং-র পারদ ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। এছাড়াও কালিম্পং সহ উত্তরের কিছু জেলার তাপমাত্রা আবার ১৪-১৫ ডিগ্রির কাছে ঘুরছে। সেইসঙ্গে বৃষ্টিও পড়ছে। ফলে হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যারা এই সময়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন। আজ আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জারি করা হয়েছেন হলুদ সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ শুক্রবারের আবহাওয়া প্রসঙ্গে। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। তারপর প্রতিটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ধাপে-ধাপে তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াাস কমবে। এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জারি করা হয়েছেন হলুদ সতর্কতা।