কলকাতাঃ ৩১ অক্টোবর মাত্র ৬ জনকেই রিটেন করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার সময় বাকি দল সাজানোর। ইতিমধ্যে একাধিক প্লেয়ারের উপর নজর রাখছে নাইট শিবির। এ মাসের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে ২০২৫-র IPL-র মেগা নিলাম অনুষ্ঠান। আর তাঁর আগে KKR-রও তাঁদের বাকেট লিস্টে একের পর এক প্লেয়ারের নাম যোগ করে চলেছে। বর্তমানে কলকাতার হাতে রয়েছে ৫১ কোটি টাকা। আর এই টাকা দিয়েই এবার তাঁদের দল গোছাতে হবে। দেখে নিন KKR এবার কোন কোন প্লেয়ারের উপর টাকার বর্ষণ করতে চলেছে?
ঋষভ পন্থ | Rishabh Pant |
বর্তমানে KKR-র দরকার একজন ভালো উইকেটরক্ষকের। যদিও আরেকটিও অভাব রয়েছে কলকাতা দলের। সেটি হল, অধিনায়কের অভাব। শ্রেয়স আইয়ারকে ছাড়ার পর অধিনায়কহীন হয়েছে KKR। পন্থ দীর্ঘদিন ধরে দিল্লি দলের অধিনায়ক ছিলেন, তাই তাঁকে দলে নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কলকাতা নাইট রাইডার্স।
ফিল সল্ট | Phil Salt |
গত মরশুমে KKR-র হয়ে খেলেছিলেন ফিল সল্ট। গ্রুপ পর্বের ম্যাচ খেললেও প্লে অফে খেলা হয়নি তাঁর। আর যেই কটা ম্যাচ খেলেছিলেন তিনি, সেখানে বিপক্ষ দলের বোলারদের কোমর ভেঙে দলের জন্য বিধ্বংসী শুরু করেছিলেন। যেহেতু KKR এবার তাঁকে ধরে রাখতে পারেনি, সেহেতু নিলামে ফের তাঁকে দলে নেওয়ার জন্য দর কষাকষি করবে কলকাতা।
ভেঙ্কটেশ আইয়ার | Venkatesh Iyer |
প্রথম থেকেই KKR দলের সঙ্গে যুক্ত ভেঙ্কটেশ আইয়ার। তবে কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে রিটেন করতে পারেনি। এর কারণে দুঃখ প্রকাশ করে কেঁদেও ফেলেছিলেন আইয়ার। বামহাতি এই ব্যাটার কলকাতাকে অনেক ম্যাচে উদ্ধারও করেছে। এবার নিলামে নাইট শিবির আইয়ারকে কেনার জন্য বাজি ধরতে পারে।
দীপক হুডা | Deepak Hooda |
গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন দীপক হুডা। কিন্তু এবার তাঁকে LSG রিটেন করেনি। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন হুডা। দীপক KKR-র জন্য এক পারফেক্ট দেশীয় অলরাউন্ডারের ভূমিকা পালন করবে। এই কারণে তাঁকে নেওয়ার কথা ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্স।
মহম্মদ শামি | Mohammed Shami |
গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন মহম্মদ শামি। কিন্তু চোটের কারণে তিনি IPL-এ খেলতে পারেননি। শুধু আইপিএলই নয়, ২০২৩-র বিশ্বকাপের পর থেকে তাঁকে আর মাঠেই দেখা যায়নি। এখন সুস্থ হয়ে উঠেছেন শামি। খেলছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার আর তাঁকে রিটেন করেনি গুজরাট। যেহেতু মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেহেতু মহম্মদ শামি তাঁদের জন্য সেরা বিকল্প। তাই এবার টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে নিলামে দর তুলবে KKR।
ওয়াশিংটন সুন্দর | Washington Sundar |
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একাই কাঁপিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ২০২৪-র IPL তিনি হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। মাত্র দুই ম্যাচেই মাঠে নামতে পেরেছিলেন তিনি। দক্ষ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কামাল করার ক্ষমতা আছে তাঁর। এবার টিম ইন্ডিয়ার এই তরুণ বোলারের দিকেও নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স।
আর্শদীপ সিং | Arshdeep Singh |
আর্শদীপ সিং এখন টিম ইন্ডিয়ার নিয়মিত বোলার। বর্তমানে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলতে ব্যস্ত। ভারতের এই তরুণ বোলার সুইংয়ের পাশাপাশি গতিতেও বল করতে দক্ষ। হর্ষিত রানার জন্য যোগ্য অংশীদার হতে পারবেন আর্শদীপ সিং। আর এই কারণে এবার তাঁর দিকেও নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স।
জস বাটলার | Jos Buttler |
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক তিনি। জস বাটলারের মতো ব্যাটিং পারদর্শিতা খুব কম ব্যাতারের রয়েছে। দলকে একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তিনি। বাটলারকে পেলে একদিকে যেমন ব্যাটিং শক্তিশালী হবে, তেমনই একজন অধিনায়কও পাওয়া যাবে। তাই এবার তাঁকে নিয়েও ভাবছে কলকাতা নাইট রাইডার্স।
ঈশান কিষাণ | Ishan Kishan |
মুম্বই ইন্ডিয়ান্স দলের সুপারস্টার ছিলেন তিনি। তবে এবার MI ঈশান কিষাণকে রিটেন করেনি। ঈশান কিষাণ একদজন বিধ্বংসী ব্যাটারের পাশাপাশি চনমনে তরুণ উইকেটকিপারও। তাই কলকাতা নাইট রাইডার্স যদি তাঁকে নেয়, একসঙ্গে দুটি পাওনা হতে পারে।