শ্বেতা মিত্র, কলকাতাঃ ‘শীত অব দূর নেহি’, সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছেন কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা অবধি জানাচ্ছেন যে গত ৭ বছরে নভেম্বরের শীতলতম সময় অনুভব হচ্ছে। বুধবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি নেমে পৌঁছেছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে। শেষ পর্যন্ত সবাইকে নিশ্চিন্ত করে রাজ্যের দক্ষিণ ভাগে ভোরের দিকে গা শিরশির অনুভূতি তৈরি হয়েছে। এদিকে রাতের তাপমাত্রাও দ্রুত হারে নামতে শুরু করেছে। আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস থামবে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। যাইহোক আজ শুক্রবার বাংলার আবহাওয়া সারা দিন কেমন থাকবে সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের লেখাটির উপর।
ফের তৈরী নিম্নচাপ
জানা গিয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরী হয়েছে বঙ্গোপসাগরে। বুধবার ঢুকে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপও অবস্থান করছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে। তবে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্ক। ইতিমধ্যে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে পারদ নেমে তাপমাত্রা ১৫ ডিগ্রির গণ্ডি ছোঁবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। এদিকে কলকাতার আবহাওয়া ক্রমশ শুষ্ক হচ্ছে। সেই সঙ্গে কমছে তাপমাত্রা। আজ শুক্রবার দক্ষিণবঙ্গে কোন জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামী দিনে দক্ষিণবঙ্গের পারদ আরো বেশ খানিকটা কমতে পরে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার মাত্রা বেশ খানিকটা থাকবে বিশেষ করে কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক শুক্রবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে। হাওয়া অফিসের মতে, যেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। হবে না কোনওরকম বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। এবার জেনে নেওয়া যাবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। মৌসম ভাবনের তরফে জানানো হয়েছে, এদিন উত্তরবঙ্গের উপরে ভাগে তুই জেলায় উপরিভাগের দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা হল দার্জিলিং ও কালিম্পং। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।