খরচ ১ টাকারও কম, দামি স্প্রে নয়, ঘরের উপকরণেই কুপোকাত হবে জেদি আরশোলা, জানুন উপায়

Published on:

cockroach

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ বাড়ি যতই পরিষ্কার রাখা হোক না কেন, সেই স্থান নষ্ট করার জন্য বিভিন্ন পোকামাকড় এর সাথে সাথে আরশোলাও (Cockroach) এসে হানা দেবে। ভিজে জায়গা, আবর্জনা জনিত জায়গায় এই আরশোলার বাসস্থান। এর আরশোলা আবার উড়তেও পারে। তাই উড়ে এসে পরিষ্কার জায়গায়, খাবারে বসে পড়ে। ফলে জায়গাটি অথবা খাবারটির ভিতর জীবাণু প্রবেশ সহজেই করতে পারে। বাড়ির পরিবেশ সুস্থ রাখতে সবার আগে আমাদের আরশোলা তাড়াতেই হবে। অনেকে আরশোলা তাড়ানোর জন্য বাজারের বিভিন্ন রাসায়নিক স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু এই বাজারের রাসায়নিক স্প্রে বাড়ির সব জায়গায় ব্যবহার করা যায়না। তাই বাজারের নামি দামি রাসায়নিক স্প্রের জায়গায় আমরা যদি ঘরোয়া কিছু উপাদান দিয়ে অল্প সময়ে আরশোলা তাড়াতে সক্ষম হোই তবে মন্দ কি!

বেকিং সোডা

WhatsApp Community Join Now

চিনি আরশোলা পছন্দ করে। এই বেকিং সোডার সাথে চিনির মিশ্রণ তৈরি করে‌ নিন। সেই মিশ্রনটি কোনো মিষ্টির সাথে যোগ করে ঘরের কোণে ছড়িয়ে দিন। এই বেকিং সোডা মেশানো মিষ্টি আরশোলা খেলেই আরশোলা মারা যাবে সহজেই।

বোরিক অ্যাসিড

আটা, ময়দার সাথে এই পাউডার মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিলেই আরশোলা মারা পড়বে। তবে পাউডারটি যাতে না ভেজা থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই পাউডার যেমন আরশোলা মারার সহজ উপায়, ঠিক তেমনি বাড়িতে বাচ্চা ও পোষ্য থাকলে এই পাউডার ব্যবহার করা উচিত না।

তেজপাতা

আরশোলা যদি আপনি মারতে না চান তবে তেজপাতার ব্যবহার করুন আরশোলা পালিয়ে যাবে। কারণ আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। ঘরের কোণে কোণে তেজপাতার গুঁড়ো ছিটিয়ে দিলে আরশোলা পালাবে। সাথে যেসব জায়গায় আরশোলা আসার চান্স থাকে সেই সব জায়গাতেও এই তেজপাতা ফুটিয়ে সেই জল ব্যবহার করতে পারেন।

গোলমরিচ, পিঁয়াজ, রসুন

গোলমরিচ, পিঁয়াজ, রসুন সব দিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। এইবার সেই মিশ্রণটিতে ১ লিটার জল ব্যবহার করুন। এইবার এই জলটি বাড়ির যেসব স্থানে আরশোলার আনাগোনা থাকে সেখানে স্প্রে করে দিন। এই মিশ্রণটির গন্ধে আরশোলা ধারেও ঘেষবেনা।

সঙ্গে থাকুন ➥
X