শ্বেতা মিত্রঃ ২০২৪ সাল শেষ হওয়ার মুখে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই লটারি লাগল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর। অবশেষে এক ধাক্কায় ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বা DA বাড়ানোর ঘোষণা করল। বলা ভালো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কর্মীদের কপাল খুলে গেল। না তবে বাংলা নয়, এই ডিএ বেড়েছে বিহারের সরকারি কর্মীদের।
আসলে উপনির্বাচনের পর মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে ৩৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডা অনুমোদিত হয়। বৈঠকে বিহার সরকারের ১০ লক্ষ কর্মীর মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।
DA বাড়ল ৩ শতাংশ | 3% DA Hike |
অর্থাৎ এখন সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৩ শতাংশ। ২০২৪ সালের ১ জুলাই থেকে এই DA কার্যকর হবে। কর্মীরা তিন মাসের বকেয়াও পাবেন। এই বৃদ্ধির পর মোট ডিএ হবে ৫৩ শতাংশ। বর্তমানে ৫০ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, সপ্তম বেতন স্কেলের কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।
আরও অনেক জিনিসে শিলমোহর
এছাড়া সীতামারহির পুনৌরা ধাম মন্দিরকে ঘিরে পর্যটন উন্নয়নের জন্য ৫০ একর জমি অধিগ্রহণের জন্য ১২০ কোটি ৫৮ লক্ষ টাকার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। পাটনার শহরাঞ্চলে আইনশৃঙ্খলা জোরদার করার জন্য, ডিএসপির ৩, পুলিশ পরিদর্শকের ৩, সাব-ইন্সপেক্টরের ৯, পুলিশের ১৮টি এবং কনস্টেবলের ১২০ টি পদ সহ ১৫৩টি পদে কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাটনা মেট্রো রেল প্রকল্পের আওতায় অগ্রাধিকার করিডর রূপায়ণে ১১৫ কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |