কলকাতাঃ ৩৬০ দিন পর ক্রিকেটের মাঠে ফিরছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩-র ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে। এরপর চোটের কারণে দীর্ঘদিন ছিলেন হাসপাতালে ভর্তি। চোট ফিরিয়ে এবার তিনি বল হাতে ছুটছেন। গত পরশু থেকে বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে শুরু হয়েছে রঞ্জি ট্রফির ম্যাচ। সেখানে বাংলার হয়ে মাঠে নেমেছেন শামি।
রঞ্জি ট্রফিতে ৪ উইকেট মহম্মদ শামির | Mohammed Shami In Ranji Trophy |
প্রথমদিন ১০ ওভার বল করেছিলেন শামি। ৬০ বলে ৪৬টা ডট বলও করেছিলেন তিনি। তবে, তাঁর বলে সেই ধার দেখা যাচ্ছিল না। কিন্তু দ্বিতীয় দিনেই যেন রণমূর্তি ধারণ করেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার। দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের চারজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। ওই দিন মোট ১৯ ওভার বল করেন তিনি। আর শামির এই আগুনে বোলিংয়ের জন্য নিজেদের ঘরের মাঠে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ।
ভারতীয় টিম ম্যানেজমেন্টও চাইছে, সম্ভব হলে দ্রুত শামিকে (Mohammed Shami) অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডের সঙ্গে জুড়ে দিতে। তবে তার আগে দু’টো জিনিস দেখতে চান জাতীয় নির্বাচকরা। প্রথমত, দ্বিতীয় ইনিংসেও সামি আঠারো-উনিশ ওভার বোলিং করেন কি না? দ্বিতীয়ত, খেলা শেষের দিন তিনেকের মধ্যে তাঁর হাঁটু নতুন করে ফলে ওঠে কি না?
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ডাক পড়বে শামির?
শামির এই ইনিংস দেখার পর অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, তাহলে এবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে ডাক পড়বে বাংলার পেসারের? আসলে প্রত্যাবর্তনের আশায় রয়েছেন শামি। এই কারণে বর্তমানে তিনি নিজের সেরাটা দেওয়ার কাজই করে চলেছেন। তবে জাতীয় দলে প্রবেশের আগে শামিকে এখনও অনেক পরীক্ষা দিতে হবে। টেস্ট খেলা মানে এক দিনে অনেক ওভার করে বল করা। আর BCCI এখন এটাই দেখবে যে, শামি দিনে ঠিক কত ওভার বল করতে পারছেন। এমনকি খেলা শেসে তাঁর মধ্যে কোনও আড়ষ্টতা বা অস্বস্তি আসছে নাকি।
৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে শুরু হবে গোলাপি বলের টেস্ট ম্যাচ। সব ঠিকঠাক থাকলে ওই ম্যাচেই প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ শামির। আর সেই ম্যাচে তাঁকে দলে নিতে চাইলে, BCCI আগেই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেবে। আশা করা যাচ্ছে, BCCI এই নিয়ে খুব শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে পারে।