কলকাতাঃ আগামী ২৪, ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে আইপিএলের মেগা অকশনের অনুষ্ঠান। তাঁর আগেই সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জানা যাচ্ছে যে, ২০২৫-র আইপিএলের উদ্বোধনে অনুষ্ঠান ও ম্যাচ KKR-র ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হতে চলেছে। এখানেই শেষ নয়, ফাইনাল ম্যাচও নাকি ইডেনেই হবে। যদিও এই নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি, তবে CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।
IPL-র উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ ইডেনে
উল্লেখ্য, ২০২৪-এ এক দশক পর শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে IPL-এ শিরোপা জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই কারণেই এবারের উদ্বোধনী ম্যাচ KKR-র হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে হচ্ছে। তবে এও শোনা যাচ্ছে যে, এবার ফাইনালও নাকি ইডেনেই হবে। আর এটা হলে এবার কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে ডবল ধামাকা হতে চলেছে।
উদ্বোধন ও ফাইনাল যদি ইডেনে হয়, আর KKR যদি গতবারের মতো এবারও ফাইনালে ওঠে তাহলে সোনায় সোহাগা হবে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য। ফাইনালে KKR উঠলে ঘরের মাঠে ম্যাচ খেলায় অ্যাডভান্টেজও পাবে রিঙ্কু সিংরা।
দ্বিতীয় হোম গ্রাউন্ড পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স?
আরেকদিকে, এও শোনা যাচ্ছে যে ২০২৬-র T20 বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে হচ্ছে সেই কারণে ইডেনে সংস্কারের কাজও চলবে। এর আগে শোনা যাচ্ছিল যে, এই সংস্কারের জন্যই ২০২৫-র আইপিএলে কোনও ম্যাচই কলকাতায় হবে না। এই কারণে KKR-র জন্য আরেকটি হোম গ্রাউন্ডের খোঁজ চলছি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, পাসের রাজ্য ত্রিপুরায় একটি নতুন গ্রাউন্ড তৈরি হচ্ছে, যেটিকে KKR-র হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে, সেই স্টেডিয়াম এখনও সম্পূর্ণ তৈরি হয়নি।