শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে এখন শীতের আমেজ। নভেম্বর মাসে শেষ কখন এরকম ঠান্ডা পড়েছিল তা হয়তো কেউ মনেই করতে পারছেন না। কলকাতা শহরসহ বাংলার মানুষ জন ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ঠান্ডা কাকে বলে। যাইহোক, এখন প্রতিদিনই রেকর্ড গড়ছে বাংলার তাপমাত্রা। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি নামবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর শনিবার সকাল থেকেই বাংলায় ঠান্ডা বেশ জাকিয়ে পড়েছে তবে বিকালের দিকে আরো ঠান্ডা পড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। শনিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, বাংলায় ক্রমশ উত্তরে হওয়ার প্রবেশ করছে আর যার যারে হু করে বাংলা তাপমাত্রা কমে যাচ্ছে যদিও এসবের মাঝেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৫ দিনের মধ্যে ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সকালে বিচ্ছিন্ন অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থাকবে সেটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। যে জেলাগুলিতে বিশ্বমানতার অভাব থাকবে সেই জেলাগুলি হল মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। জারি থাকবে পারদ পতন।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক রবিবার অর্থাৎ ছুটির দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কার্যত শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই। তবে সবথেকে বেশি ঠান্ডা পড়তে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ইত্যাদি জেলায়। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে।
উত্তরবঙ্গে কথা বললে আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পারদও নামবে হু হু করে।