চাকরি দেওয়ার নামে ৩২ লক্ষ টাকা নিয়ে পগার পার নদিয়ার সিভিক ভলান্টিয়ার

Published on:

civic volunteer

প্রীতি পোদ্দার, বর্ধমান: রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একেতেই বেশ চাপে রয়েছে রাজ্য সরকার। শাসকদলের কয়েকজন নেতা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকায় হাইকোর্টের কাছে কয়েকবার ধাক্কাও খেতে হচ্ছে। যার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত ২ বছর ধরে প্রেসিডেন্সি জেলে দুর্গাপ্রতিমার পায়ে মাথা ঠেকিয়ে কেঁদেও লাভ হচ্ছে না তাঁর। একের পর এক জামিন এর আবেদন করা হলেও খারিজ করছে বিচারপতি। আর এই আবহে ফের চাকরি দেওয়ার নাম করে মোটা টাকার প্রতারণা করল এক সিভিক ভলেন্টিয়ার।

ঘটনাটি কী?

WhatsApp Community Join Now

সূত্রের খবর, বুলবুলি বিশ্বাস নামে এক মহিলাকে বর্ধমান জেলার কালনা কলেজে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় কয়েক লক্ষ টাকা নিয়েছেন কালনা থানার সিভিক ভলান্টিয়ার কাইসার শেখ। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২২ সাল পর্যন্ত, দু’বছরের মধ্যে কখনও ইউপিআই পেমেন্ট, আবার কখনও নগদে তিনি টাকা দিয়েছেন কাইসারকে। চাকরি পাইয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এতগুলো টাকা নিয়ে তাঁকে প্রতারণা করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। সব মিলিয়ে নদিয়ার ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার প্রায় ৩২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ দায়ের পুলিশের কাছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রতারিত গৃহবধূর এক আত্মীয়ার সূত্রেই পরিচয় হয়েছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এর। সেখান থেকে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেওয়ার। তবে তার জন্য চাওয়া হয়েছিল টাকা। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন ওই বধূ। কিন্তু সব শেষে চাকরি না দিয়েই প্রতারিত করে পালিয়ে যান ওই সিভিক ভলান্টিয়ার। শেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর সঙ্গে আরও তিন জন আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।

তদন্ত সূত্রে জানা গিয়েছে গাংনাপুরের আরও বেশ কয়েক জনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি। তাঁদের মধ্যে কয়েক জনকে টাকার পরিবর্তে ভুয়ো নিয়োগপত্র হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। ধরা পড়ার পরেও আবার নানা ভাবে তাঁদের হুমকি দিয়েছেন কাইজার। তার পরেই পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। অন্য দিকে, অভিযুক্তের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

সঙ্গে থাকুন ➥
X