পার্থ সারথি মান্নাঃ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি থেকে শুরু করে বকেয়া টাকার দাবিতে দীর্ঘিন ধরেই আন্দোলন করে চলেছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা। এরই মধ্যে কেন্দ্র ফের একবার ৩% DA বাড়িয়েছে ফলে রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতার পার্থক্য আরও বেড়েছে। এখন কেন্দ্রীয় সরকারে কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে DA পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে DA পাচ্ছেন। তবে এবার বছর শেষের আগেই ভাতা নিয়ে সুখবর মিলল।
বছর শেষের আগেই বাড়ছে ভাতা
জানা যাচ্ছে একঘাক্কায় ২৫% বাড়তে চলেছে ভাতা। তবে সেটা পশ্চিমবঙ্গের কর্মীচারীদের জন্য নয়। সম্প্রতি ছত্তিশগড়ের সরকারের তরফ থেকে ৬ বছর ধরে আটকে থাকা দাবি পূরণ করা হয়েছে। ২০১৮ সাল থেকে প্রাইমারি অ্যাগিরকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এর ম্যানেজার ও কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি পূরণ করে ১৩০০০ কর্মীদের ২৫% বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হল।
একধাক্কায় ২৫% বাড়ল বেতন
কর্মীসংগঠনের বন্ধ ডাকার পর তাদের দাবি দাওয়া মেনে নিয়েছেন ছত্তিশগড়ের প্রধানমন্ত্রী বিষ্ণু দেও সাই। তারপরেই এই ঘোষণা আসে। তবে ৬ বছর পুরোনো এই বেতন বৃদ্ধির দাবিই নয়, এর সাথে আরও দুটি দাবি পূরণ করা হয়েছে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই।
সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটি অনুযায়ী কৃষকদের থেকে ধান সংগ্রহ পক্রিয়া শেষ হওয়ার এক মাসের মধ্যেই রাইস মিলার ও বিপণন ফেডারেশন এর দ্বারা ধান উত্তোলন করা হবে। যদি তারপরেও কোনো শস্য সেন্টারে পড়ে থাকে তাহলে সমবায় সমিতিগুলিতে শুকনো ধান দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হবে খাদ্য দফতর ও অর্থ দফতরের তরফ থেকে।
পূরণ হল আরও দুই দাবি
বেতন বৃদ্ধির দাবির পাশাপাশি আরও দুটি দাবি পূরণ করা হয়েছে। যার মধ্যে একটি হল কর্মীদের দাবি ও সমস্যা শোনার জন্য একটি বিশেষ আন্তঃবিভাগীয় কমিটি তৈরী করা হয়েছে। যেখানে খাদ্য দফতর, কৃষি দফতর, অর্থ দফতর বিপণন ফেডারেশন থেকে একাধিক দফতর একত্রিত হয়ে কাজ করবে।
দ্বিতীয় দাবি যেটি পূরণ হয়েছে সেটি হল, ধান সংগ্রহের সময় কৃষকদের কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বচ্ছতার সাথে সমস্ত পক্রিয়া সম্পন্ন করার জন্য কমিশনার কোঅপারেটিভ ও রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটিকেও নির্দেশ দেওয়া হয়েছে।