পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা শুধুমাত্র যাতায়াতের কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দু’চাকা বা চার চাকা গাড়ি ব্যবহার করে থাকেন। কিন্তু মুশকিল হল রাস্তায় বেরোলে পুলিশে গাড়ি চেকিং করার সময় বিভিন্ন কারণে চালান কাটার ভয় থাকতে পারে। একবার চালান বানানো হলে মোটা টাকা ফাইন বাবদ দিতে হয়। তবে এই সমস্যার সমাধান করতে পারে আপনার স্মার্টফোনে থাকা গুগুল ম্যাপস। কিভাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
গাড়ির চালানের থেকে বাঁচাবে গুগুল ম্যাপস
আপনি যদি প্রতিদিন বেশ খানিকটা দূরত্ব গাড়ি চালান আর সেই পথে পুলিশের চেকিং থাকে তাহলে গুগুল ম্যাপস আপনাকে চালানের (Challan) হাত থেকে বাঁচতে পারে। ভাবছেন এও আবার হয় নাকি! আজ্ঞে হ্যাঁ। আজ Google Maps এর কিছু ফিচার্স সম্পর্কে জানাবো আপনাদের। যেগুলো জানা থাকলে পুলিশের চালান কাটার হাত থেকে নিশ্চিতভাবে রক্ষা পেতে পারেন।
স্পিড লিমিট ওয়ার্নিং
গাড়িতে যাত্রার সময় যদি আপনি গুগুল ম্যাপসের ব্যবহার করেন তাহলে দেখবেন সেখানে আপনার গাড়ির গতিবেগ ফুটে ওঠে। একইসাথে রাস্তার স্পিড লিমিট অনুযায়ী ওয়ার্নিং সাইনও দেখানো হয়। তাই যখন স্পিড লিমিটের সতর্কতা আসবে সেই সময় গাড়ির গতি কমিয়ে নিলেই আপনি ট্রাফিক ক্যামেরা বা পুলিশের হাত থেকে নিস্তার পেতে পারেন।
ট্রাফিক অ্যালার্ট
অনেক সময় দেখা যায় ভিড় রাস্তায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকার সময় পুলিশ আধিকারিকেরা এসে গাড়ির কাগজপত্র চেকিং করেন। তবে আপনি যদি ভিড় রাস্তা এড়িয়ে যেতে পারেন তাহলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়। এক্ষেত্রেও গুগুল ম্যাপ দারুণ কাজে আসতে পারে। কারণ গাড়ি চালানোর সময় ম্যাপে অল্টারনেট ন্যাভিগেশন বা বিকল্প পথও দেখানো হয়। এই পথে কম সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারেন ভিড়ভাট্টা এড়িয়ে।