শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে গঠন করা হবে, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বিভিন্ন প্রতিবেদন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারংবার দাবি করা হয়েছে, খুব তাড়াতাড়ি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু সত্যি কথা হল, এখনও অষ্টম বেতন কমিশনের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। সরকার পক্ষ ও কর্মী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা জারি রয়েছে।
কবে গঠন হবে অষ্টম বেতন পেল কমিশন?
সংবাদমাধ্যমে প্রকাশিত সম্প্রতিতম রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র ও কর্মী প্রতিনিধিদের মধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। কর্মী পক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি সরকারের সামনে রেখেছেন। কবে কমিটি গঠন করা হবে বা বেতন কত বাড়তে পারে সে ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ফিট্মেন্ট ফ্যাক্টর ২.৮৬ করার দাবি জানিয়েছেন ন্যাশানাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্ভেটিভ মেশিনারির (স্টাফ সাইড)-এর সচিব শিব গোপাল মিশ্র। তাঁর করা দাবি সত্যি হলে সরকারি কর্মীদের নুন্যতম বেতন ৫১ হাজার ৪৫১ টাকা হতে পারে।
বাড়বে টাকা?
এখন সরকারি কর্মীদের নুন্যতম বেতন বা বেসিক পে ১৭ হাজার ৯৯০ টাকা। চলতি বছরে বাড়তি DA-র সঙ্গে বোনাস, বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে সরকারের এহেন পদক্ষেপে রীতিমতো লটারি লেগেছে কোটি কোটি সরকারি কর্মীদের। অষ্টম বেতন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এই ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭ গুণ। তবে অষ্টম বেতন কমিশনে তা বাড়িয়ে ২.৮৬ গুণ করা যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (জেসিএম)-এর সচিব (স্টাফ সাইড) শিব গোপাল মিশ্র।
তিনি জানান, “আমরা কমপক্ষে ২.৮৬ এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করছি, কারণ এই জাতীয় সংশোধন ১০ বছরে কেবল একবার ঘটে। অষ্টম বেতন কমিশন গঠনের পর আমরা এটাই দাবি করব।”। ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের দাবি বাস্তবায়িত করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর এবার অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। সপ্তম বেতন কমিশনের সময় কর্মী প্রতিনিধিরা নুন্যতম বেতন ২৬ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন। সেই দাবি অবশ্য মান্যতা পায়নি।
ন্যনুতম বেতন ধার্য করা হয়েছিল প্রায় ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের হিসেব ধরে এগোলে এবার কর্মীদের বেসিক পে ৩৪ হাজার ৫৬০ টাকা হওয়া উচিৎ। কিন্তু কর্ম সংগঠনের দাবি, ৫০ হাজার টাকার বেশি। অর্থাৎ, তিনগুণেরও বেশি বেতন বৃদ্ধি করার ব্যাপারে দাবি জানানো হয়েছে। সরকার এই দাবিকে মান্যতা দেয় কি না, এখন সেটা হবে দেখার বিষয়। সেই সঙ্গে বাড়বে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত বাবদ ভাতা ইত্যাদি।