মাধ্যমিক পাসে ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ, অজস্র পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

Published on:

railway recruitment under sports quota notification

পার্থ সারথি মান্না, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। যেখানে খুবই কম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। আপনিও কি রেলের চাকরির জন্য যাবেন করে চান? তাহলে আজকের প্রতিবেদনে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনের পদ্ধতি সহ সমস্ত খুঁটিনাটি।

মোট শূন্যপদের বিবরণ

WhatsApp Community Join Now

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬০ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রূপ সি লেভেল ৪ /৫ এর জন্য ৫ টি, গ্রূপ সি লেভেল ২ / ৩ এর জন্য ১৬ টি ও গ্রুপ ডি লেভেল ১ এর জন্য ৩৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হবে। গ্রূপ ডি লেভেল ১ এর জন্য নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। একইসাথে ITI বা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

যদি গ্রুপ সি লেভেল ২ / ৩ পদের জন্য নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে। আর গ্রুপ সি লেভেল ৪ /৫ এর জন্য নূন্যতম স্নাতক হতে হবে। তবে এক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক হলেই হবে।

উপরিউক্ত সমস্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

যেহেতু স্পোর্টস কোটার আওতায় নিয়োগ হবে তাই খেলাধুলার জন্য প্রাপ্ত নাম্বারকেও গুরুত্ব দেওয়া হবে। তাই ফিটনেস ও খেলার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

➥ যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর লগ ইন করে নিতে হবে।

➥ লগ ইন করার পর স্পোর্টস কোটায় নিয়োগের আবেদন ফর্মে ক্লিক করে সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।

➥ এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করার পর সবটা শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে। তারপর আবেদনের ফিজ দিয়ে দিতে হবে।

আবেদনের ফি :

জেনারেল প্রার্থীরা আবেদন করতে চাইলে ৫০০ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, মহিলা ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি অর্ধেক বা ২৫০ টাকা লাগবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Official Recruitment Notice

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৪ ই ডিসেম্বর ২০২৪ 

সঙ্গে থাকুন ➥
X