কলকাতাঃ ৩৬০ দিন মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর প্রত্যাবর্তনটাও ছিল দেখার মত। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ম্যাচে বাংলার হয়ে দুই ইনিংসে ৭ উইকেট নেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ পেসার। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৩৭ রানও করেন তিনি। শামির এই অনবদ্য পারফর্মের জেরে রুদ্ধশ্বাস ম্যাচে ইন্দোরকে ১১ রানে হারায় বাংলা।
এই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দেন মহম্মদ শামি। তিনি লেখেন, ‘১১ রানে নাটকীয় জয়। অসাধারণ ম্যাচ। এই ম্যাচের প্রতিটা মুহূর্তই আমি আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে প্রতিবার সবটুকু উজাড় করে দিতে শেখায়।’ এই ক্যাপশনের সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ ও ঋদ্ধিমানদের ছবিও পোস্ট করেন শামি।
🙌🔥 What a match to remember! A thrilling 11-run victory for Bengal in the Ranji Trophy! 🏏💥
Every wicket, every run, and every moment on the field is dedicated to YOU – my incredible fans. Your love and support keep me motivated to give my best every single time. Let’s make… pic.twitter.com/QWbvh4Isu9
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 16, 2024
প্রায় এক বছর পর মহম্মদ শামির রাজকীয় ক্যামব্যাক টিম ইন্ডিয়ার ভক্তদের আবারও স্বপ্ন দেখাচ্ছে। ২০২৩-র বিশ্বকাপে শামি যেমন ভাবে আগুনে বল করে বিপক্ষদের ধসিয়ে দিয়েছিলেন, এবারও সেটাই করুক চাইছেন সবাই। আর এই কারণে তাঁকে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে অন্তর্ভুক্ত করার দাবিও উঠছে। তবে এখনই সিদ্ধান্ত নিতে চান না নির্বাচকরা।
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেন মহম্মদ শামি
প্রাপ্ত খবর অনুযায়ী, প্রথম টেস্টে না হলেও, দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ডাক পড়তে পারে মহম্মদ শামির। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে গোলাপি বলের টেস্ট, সেই ম্যাচে মহম্মদ শামির ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।
মহম্মদ শামিকে নিয়ে মন্তব্য সৌরভ গাঙ্গুলির
তবে মহম্মদ শামিকে নিয়ে ভিন্ন মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি চান শামিকে অবিলম্বে অস্ট্রেলিয়ায় পাঠানো হোক। রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে BCCI-র প্রাক্তন সভাপতি বলেন, ‘আমি দায়িত্ব থাকলে শীঘ্রই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। পার্থ টেস্টে না খেললেও ওর এখনই অস্ট্রেলিয়ায় যাওয়া দরকার। সেখানে গিয়ে প্র্যাকটিস করলে ও আরও জ্বলে উঠবে।’