শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের (Government Employee)। এবার এক ধাক্কায় সরকার পঞ্চম ও ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় থাকা কর্মীদের বেতন মেটানোর ঘোষণা করে দিল। হ্যাঁ ঠিকই শুনেছেন। বছর শেষ হওয়ার আগে স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। রাজ্য সরকার পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার আদেশ জারি করেছে। কর্মচারী ছাড়াও শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা এর আওতায় রয়েছেন।
বড় সিদ্ধান্ত সরকারের
রাজ্য সরকার দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার কথা ঘোষণা করেছিল। পঞ্চম বেতন স্কেলের আওতায় পড়া কর্মচারীদের মহার্ঘ ভাতা ১২ শতাংশ বাড়ানো হয়েছে। যেখানে ষষ্ঠ বেতন স্কেলের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে ৭ শতাংশ। যদিও এই ভাতা বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের।
রাজ্য সরকার দীপাবলিতে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিল। ২০২৪ সালের ১ জুলাই থেকে এই সুবিধা পাবেন কর্মীরা। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমার এই বিষয়ে একটি সরকারি আদেশ জারি করেছেন। রাজ্য কর্মচারী, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, নগর সংস্থা এবং ইউজিসি বেতন স্কেল ধারী কর্মচারী, যাদের বেতন ২০০৬ সাল থেকে সংশোধিত হয়নি এবং পঞ্চম বেতন স্কেল পেয়েছেন, তাদের ১ জুলাই, ২০২৪ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে।
৪৫৫ শতাংশ হারে মিলবে ভাতা?
বর্তমানে তারা ৪৪৩ শতাংশ DA পাচ্ছেন। প্রস্তাবিত হার নির্ধারণ করা হয়েছে ৪৫৫ শতাংশ। অর্থাৎ ১২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ষষ্ঠ বেতন স্কেলের যেসব কর্মচারী ২০১৬ সাল থেকে সংশোধিত হননি, তাদের মহার্ঘ ভাতাও ৭ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ২৩৯ শতাংশ হারে, যা বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হয়েছে।