Indiahood-nabobarsho

জাঁকিয়ে শীতের বদলে বাড়বে তাপমাত্রা, আবহাওয়ার নয়া আপডেট দিল আলিপুর

Updated on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: অগ্রহায়ণ পেরিয়ে কার্তিকে পা। আর কার্তিক পূর্ণিমার পর থেকেই ক্রমেই রাজ্য জুড়ে কমতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। ভোরবেলা এবং রাতের দিকে ঘন কুয়াশাও বেশ দেখা যাচ্ছে। চলতি বছর ভয়ঙ্কর গরম সহ্য করেছিল বাংলার মানুষ। পাশাপাশি প্রবল বৃষ্টি, ঘূর্ণিঝড় সবকিছুর মুখোমুখি হতে হয়েছিল গোটা বাংলাকেই। আর এবার জাঁকিয়ে শীত পড়া নিয়ে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ, সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক এবং রুক্ষ থাকবে। সঙ্গে কুয়াশার দাপট বাড়বে। এবং আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াও দক্ষিণবঙ্গের মতই একইরকম থাকবে। সোমবার তথা সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তরবঙ্গের কোনও জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। আগামী শনিবার পর্যন্ত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া। কমবে তাপমাত্রার পারদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই আবহেই জাঁকিয়ে শীত পড়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানিয়েছে, এখন যেহেতু উত্তুরে হাওয়া বঙ্গে ঢুকছে তাই তাপমাত্রা বেশ কম অনুভূত হবে রাজ্যের প্রায় সর্বত্র জেলায়। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরে ও রাতের দিকে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মনোরম আবহাওয়া এখন থাকবে কিন্তু এই মাসেই জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। উল্টে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। কনকনে ঠান্ডা পেতে গেলে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group