শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতীয় পরিবহণ ব্যবস্থায় যখনই আরামদায়ক এবং সুন্দর ভ্রমণের কথা আসে, তখনই ভারতীয় রেল শীর্ষে উঠে আসে। প্রকৃতির কোল দিয়ে বয়ে যাওয়া রেলওয়ে টানেল, সেতু ও ট্রেন যাত্রীদের দেয় অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু কখনো কি শুনেছেন যে আস্ত একটি ট্রেনের কামড়াই গায়েব হয়ে গিয়েছে! শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই ঘটেছে দেশের বুকে। দিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেস ট্রেনের কোচ মিসিং হওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। আপনিও কি জানতে ইচ্ছুক যে কী হয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
উধাও আস্ত কোচ!
তাহলে খুলেই বলা যাক ব্যাপারটা। আসলে শনিবার সকালে দিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আটকে পড়েন। সকাল ৭টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও যাত্রীরা হতাশ ও বিভ্রান্ত হয়ে পড়েন। এই ট্রেনের বহু যাত্রীরা ছিলেন যারা বিশেষ করে যাঁরা বাড়তি স্বাচ্ছন্দ্যের জন্য এগজিকিউটিভ ক্লাসের উপর নির্ভরশীল ছিলেন। সেই মতো টিকিটও কাটেন। কিন্তু স্টেশনে এসে সকলেই রীতিমতো আকাশ থেকে পড়েন। ট্রেন তো আছে বটে কিন্তু নির্দিষ্ট কোচই নাকি ছিল না।
ভুল স্বীকার করল রেল
রেলওয়ে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বুঝিয়ে দিয়েছে, তদারকির কারণে এক্সিকিউটিভ কোচ ট্রেনে সংযুক্তই করা হয়নি। এদিকে এক্সিকিউটিভ কোচের অনুপস্থিতিতে ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছিল ফলে রেগে যান যাত্রীরাও।
যোগাযোগ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের
দেরি হওয়ার ফলে যাত্রীদের স্বাভাবিকভাবেই যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়েছিল। অভিযোগ, রেল বিকল্প ব্যবস্থা করতেও ব্যর্থ হয়েছিল। ট্রেনে যাত্রীরা জানান যে তাঁদের হাজারো কাজ ছিল। তবে রেলের এহেন ব্যবস্থার কারণে সকলেরই কাজ পণ্ড হয়ে যায়।