প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাস আগে 5G স্প্রেকটাম নিলামের পরেই টেলিকম সংস্থাগুলির মধ্যে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি পেয়েছে। তাই মার্চ মাস থেকেই Jio, Airtel এবং Vi রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে টেলিকম সংস্থাগুলি। যার ফলে রিচার্জ প্ল্যানের এই দাম বৃদ্ধিতে রীতিমত মাথায় হাত গ্রাহকদের। আর এই আবহে বেসরকারি টেলিকম সংস্থাগুলির দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই, বাজারে নতুন করে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-এর। রিচার্জ প্ল্যান সস্তা থাকায় গ্রাহকদের কাছে সর্বেসর্বা হয়ে উঠেছে এই টেলিকম সংস্থা। তবে সম্প্রতি জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য আরও এক নয়া পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা।
নয়া পরিষেবা আনল BSNL
এমনিতেই মোবাইল সংযোগ বাড়ানোর প্রতিযোগীতায় অন্যান্য বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছে রাষ্ট্রায়ত্ত BSNL সংস্থা। এ বার তাদেরকে আরও জব্দ করতে BSNL ব্রডব্যান্ডের বাজারে দখল করার জন্য পা বাড়াল। সেই লক্ষ্যে এবার দেশের যে কোনও প্রান্তে গ্রাহকের নিজের মোডেম ও সংযোগ ব্যবহার করে নেট পরিষেবা দেওয়ার সুবিধা আনল সংস্থাটি। অর্থাৎ ওয়াইফাই রোমিং পরিষেবা। সূত্রের খবর, অক্টোবরেই টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই পরিষেবা চালু করছে। চলতি মাস থেকেই চালু হতে চলেছে কলকাতা সার্কল-সহ সারা দেশে।
BSNL এর কলকাতা সার্কলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশ চন্দ্র টিকাদার এই প্রসঙ্গে বলেছেন, ‘‘ধরা যাক, ওয়াইফাই রোমিং-এ কেউ নিজের মোডেমকে এই ছাড়পত্র দিয়েছেন। তা হলে কাশ্মীর বা আন্দামান বেড়াতে গেলে তিনি সেখানকার অন্য গ্রাহকের এ রকম ছাড়পত্র দেওয়া মোডেমকে ব্যবহার করে নেট পরিষেবা নিতে পারবেন।’’
থাকবে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার
সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রাহক তাঁর বাড়ির মোডেমকে ওয়াইফাই রোমিং-এর সুবিধার জন্য ছাড়পত্র দিলে, দেশের যে কোনও জায়গায় অন্য গ্রাহকের একই সুবিধাযুক্ত মোডম ব্যবহার করে নেট পরিষেবা মিলবে। এতে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে। তবে এই পরিষেবা গ্রহণের জন্য সংস্থার পোর্টালে আবেদন করতে হবে গ্রাহকদের। আর এই আবেদনের জন্য গ্রাহকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ কিছু সুবিধা। আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে এই সুবিধা।