পার্থ সারথি মান্নাঃ আপনি কি নতুন স্কুটি (Scooter) নেওয়ার কথা ভাবছেন? তাহলে আজ আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ বিক্রি কম হওয়ায় দুর্দান্ত সমস্ত অফার পাওয়া যাচ্ছে হোন্ডা অ্যাক্টিভা। কত টাকার ছাড় পাওয়া যাবে? কিভাবে ছাড় সমেত সস্তায় কিনতে পারবেন পছন্দের দুচাকা গাড়ি? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Honda Activa স্কুটির উপর বিরাট ছাড়
ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট অর্থাৎ CSD হল এমন একটা জায়গা যেখানে সৈন্যদের জন্য কেনাকাটার উপরে ২৮% এর বদলে ১৪% জিএসটি দিতে হয়। ফলে জিনিসের দাম অনেকটাই কমে যায়। এবার থেকে এই সিএসডিতে হন্ডা অ্যাক্টিভা কিনতে পাওয়া যাবে। এর ফলে সাধারণত যেখানে অন রোড দাম ৭৬,৬৮৪ টাকা সেখানে প্রায় ১০,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।
কিভাবে CSD থেকে কিনবেন গাড়ি?
আর্মি ক্যান্টিন বা CSD থেকে সেনাবাহিনীর লোকেরাই কেনাকাটি করতে পারেন। তাই পরিবারের কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করে তাহলেই সস্তায় স্বপ্নের দুচাকা গাড়ি কিনে নেওয়া যেতে পারে। যদি তা না হয় তাহলে পরিচিত বা বন্ধুর সাহায্যেও গাড়ি কেনা যেতেই পারে।
Honda Activa এর ফিচার্স
দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া দু চাকা স্কুটি হল হন্ডা অ্যাক্টিভা। এই গাড়িতে ১১০ সিসির দমদার ইঞ্জিন রয়েছে যেটা ৭.৭৩ বিএইচপির পাওয়ার ও ৮.৯ ন্যানোমিটারের টর্ক তৈরী করতে সক্ষম। স্কুটারটিতে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে যেটা উঁচুনিচু রাস্তাতেও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। এছাড়া ইলেকট্রিক সাইলেন্ট স্টার্ট, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমও রয়েছে।
লুকসের দিক থেকেও কোনো অংশে কম যায় যা স্কুটারটি। LED হেডলাইট, ডিআরএল থেকে আউটার ফুয়েল ক্যাপ থাকছে। গাড়ির সাথে যে চাবি পাওয়া যায় সেটাও একটি স্মার্ট চাবি। যেটা খুলে কিছু দূরে চলে গেলেই গাড়ি অটোমেটিক লক ও কাছে এলেই আনলক হয়ে যাবে। স্কুটি হলেও অ্যাক্টিভার মাইলেজ দুর্দান্ত। এক লিটারে ৪৫-৫০ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই স্কুটিতে।
বাজারের বাকি স্কুটারের সাথে কম্পিটিশন
আগেই জানিয়েছি বর্তমানে বিক্রির দিক থেকে হন্ডা অ্যাক্টিভা ভারতের সবচেয়ে জনপ্রিয় স্কুটার। তবে এর ঠিক পরেই রয়েছে টিভিএস জুপিটার। এই দুই স্কুটির মধ্যে জব্বর কম্পিটিশন চলে তবে জুপিটারের দাম একটু বেশি। তাই যারা একটু কম বাজেট ও হন্ডা কোম্পানির স্কুটার কিনতে চান তারা অ্যাক্টিভাকেই বেশি পছন্দ করছেন।