শ্বেতা মিত্র, কলকাতাঃ ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছে বাংলার মানুষের। নভেম্বর মাসের মাঝামাঝি হতে না হতে হু হু করে নামতে শুরু করেছে বাংলার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে হু হু করে পারদ নামতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয় আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা আরো কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল হোক কিংবা বিকেল রাস্তায় ঘন কুয়াশার দাপট দেখা দিচ্ছে। এটি মাঝে কলকাতা শহরে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে অন্যদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আগামী দিনের এই পারদ আরও নামতে পারে বলে খবর। যাইহোক আজ সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিগত এক সপ্তাহে ধাপে ধাপে পারদ পতন হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে আপেক্ষিক আদ্রতা। ফলে শীত না পড়লেও আবহাওয়া যে লাগাতার ঠান্ডা হয়েই চলেছে, সে ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র কারোর কোনো সন্দেহ নেই। শ্রীনিকেতন, ঝাড়গ্রাম এবং সিউরির মতো জেলাগুলিতেও ঠান্ডা পরিস্থিতি অনুভূত হয়েছে, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভালো ঠান্ডা থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকের উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং -এর তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কালিম্পং, রায়গঞ্জ এবং আলিপুরদুয়ারেও তাপমাত্রা হ্রাস পেয়েছে, সর্বনিম্ন ১৪.৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামী দুদিন দার্জিলিং, কালিম্পঙ্গ থেকে শুরু করে মালদা এবং জলপাইগুড়ি জেলায় পারদ পতন হতে থাকবে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
এবার চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বুধবার কেমন থাকবে? আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট থাকবে। সেই সঙ্গে কলকাতার শহরসহ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় ব্যাপক হারে ঠান্ডা পড়বে। সেই সঙ্গে দৃশ্যমান্যতাও কম থাকবে কুয়াশার জন্য।
শুধুমাত্র দক্ষিণবঙ্গ কিংবা বাংলায় নয় গোটা দেশেরই কিন্তু দুয়ারে কনকনে শীত কড়া নাড়ছে। এমন পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা যে নিয়মিত কমতে থাকবে সেটাই স্বাভাবিক। তবে একই সঙ্গে স্বাভাবিক দেশের উত্তর-পশ্চিম প্রান্তে পশ্চিমী ঝঞ্ঝা। যার সৃষ্টি হলে নিয়মিত সর্বনিম্ন তাপমাত্রা পতনের রাস্তায় বড় বাধা হয়ে দাঁড়াবে সেটাই আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের বিজ্ঞানীরা মনে করছেন, সপ্তাহের শেষের দিকে এই ঝঞ্ঝা তৈরী হতে পারে।