বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Published:

insects found in sambar on vande bharat express
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে সাধারণ মানুষ উত্তেজনার শেষ নেই। এই ট্রেন একদিক থেকে যেমন আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেয, তেমনি এই ট্রেনে উঠলে আপনার খাবারের অন্তত কোনরকম অভাব হবে না। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের খাবার নিয়ে সাধারণ মানুষের প্রশংসার শেষ নেই। কিন্তু এবার এই ট্রেনের খাবার নিয়েই বড়সড় প্রশ্ন উঠল। আর যার জন্য মাশুল গুনতে হলেও ভারতীয় রেলকে। কারণ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের খাবারে দেখা গেল পোকা! হ্যাঁ ঠিকই শুনেছেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনের উপর।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের খাবারে মিলল পোকা!

ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনে যাত্রীর খারাপ খাবারের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাম্বারে সাঁতার কাটছে কালো একটি পোকা। যাত্রীকে আঙুল দিয়ে সাম্বার থেকে পোকা বের করতে দেখা যায়। এটি আবার অনেকটা দেখতে ভাজা জিরের মতো।

বন্দে ভারত পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা

এ ঘটনার পর যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়াতেও অনেকে ভারতীয় রেল এবং বন্দে ভারত ট্রেনের খারাপ পরিষেবা সম্পর্কে মন্তব্য করছেন। ট্রেন যাত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রেলের খাবার নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

একই সঙ্গে বন্দে ভারতের খাবারে পোকামাকড় পাওয়ার পর ক্যাটারারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। তদন্তে নেমে রেলের তরফে ওই ক্যাটারারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেলের এই পদক্ষেপের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ট্রেনে যাতায়াতকারী মানুষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join