২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

Published on:

213 crore fine for meta

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন মানুষ হয়তো খুব কম আছেন যিনি কিনা ফেসবুক ব্যবহার করেন না। যেমন ভারতের কথাই ধরে নেওয়া যাক। ভারতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির গুরুত্ব অনেকটাই। যতই হোয়াটস অ্যাপ আর ইনস্টাগ্রাম আসুক না কেন ফেসবুকের জনপ্রিয়তা কিন্তু একটুও ভাটা পড়েনি ভারতে। তবে এবার এই ফেসবুক নিয়েই ভারতে বড়সড় ঘটনা ঘটে গেল। এক কথায় ভারতে জোরদার ধাক্কা খেয়েছে মার্ক জুকারবার্গের ফেসবুক বা মেটা যাই বলুন। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে জোরদার ধাক্কা খেলে Facebook

আসলে সোমবার কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) সোশ্যাল মিডিয়া সংস্থা মেটাকে ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করেছে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট সংক্রান্ত অন্যায্য ব্যবসায়িক অনুশীলন অবলম্বন করার জন্য ২০২১ সালে এই জরিমানা আরোপ করা হয়েছিল। এছাড়াও, সিসিআই মেটাকে প্রতিযোগিতা বিরোধী আচরণ বন্ধ এবং বিরত থাকার নির্দেশ দিয়েছে।

সোমবার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার তরফে কর্তৃত্বের অপব্যবহারের জন্য মেটাকে ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিসিআই আধিপত্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি আদেশ পাস করে বলেছে যে জরিমানা হোয়াটসঅ্যাপের ২০২১ সালের গোপনীয়তা নীতি কীভাবে প্রয়োগ করা হয়েছিল, কীভাবে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করা হয়েছিল এবং এটি মেটার অন্যান্য সংস্থাগুলির সঙ্গে ভাগ করা হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী জানাচ্ছে Meta?

এদিকে মঙ্গলবার মেটা জানিয়েছে, তারা জরিমানা আরোপের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং এর বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। ২০২১ সালে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে অন্যায্য ব্যবসায়িক অনুশীলনের জন্য সোমবার সোশ্যাল মিডিয়া মেজর মেটাকে ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।

সিসিআইয়ের তদন্তে উঠে এল চমকপ্রদ তথ্য

সিসিআই ২০২১ সালের মার্চ মাসে হোয়াটসঅ্যাপের সংশোধিত গোপনীয়তা নীতি তদন্ত শুরু করে, যা ডেটা সংগ্রহের প্রসারিত সুযোগের পাশাপাশি ফেসবুক (এখন মেটা) এবং এর সংস্থাগুলির সাথে বাধ্যতামূলক ডেটা ভাগ করে নেওয়ার সুযোগ সক্ষম করে। এর আগে, ২০১৬ সাল থেকে, ব্যবহারকারীদের তাদের ডেটা কোম্পানির সাথে ভাগ করে নেওয়া বা না করার সিদ্ধান্ত নেওয়ার বিকল্প ছিল। ২০২১ সালের জানুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য এই নীতি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। হোয়াটসঅ্যাপ চালু রাখতে ব্যবহারকারীদের নতুন শর্তাবলী মেনে নিতে হবে। এরপর তা নিয়ে তুমুল সমালোচনা হয় এবং মেটা এই রোলআউট বাতিল করে দেয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group