Indiahood-nabobarsho

কামড়ানো দূর, বাড়ির আশেপাশে আসবে না! ৩ ঘরোয়া উপায়ে মশা তাড়িয়ে থাকুন শান্তিতে

Published on:

mosquito

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ ২০ আগস্ট বিশ্ব মশা দিবস। মানে মশার (Mosquito) উপর একটা গোটা দিন। ভাবা যায়! মশা আমাদের এমন একটি প্রানি যেটা ছাড়া আমাদের দৈনন্দিনের কথা ভাবাই যায়না। যেখানেই যাওনা কেন, মশা পিছু ছাড়েনা। মশার কামড়ে গোটা শরীর লাল হয়ে যায় চাকা চাকা ফোলায়। বর্ষায় বেশি পাওয়া যায় এই প্রাণীর দেখা। এই মশার ফলে রোগ ব্যাধিও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই মশার হাত থেকে বাঁচতে আমরা কতো কিছুই বাজার থেকে কিনে আনি। যেমন- মশার ধূপ, ঔষধ, কয়েল, স্প্রে ইত্যাদি ইত্যাদি। এতোকিছু ব্যবহারের পরেও মশা কিছু সময়ের জন্য দূরে থাকে মাত্র। তারপর আবার সেই মশার উপদ্রব বাড়ে। তাই বাজার চলতি দামি কিছু ব্যবহার না করে আমরা যদি মশা তাড়াতে ঘরোয়া এবং উপকারী কিছু জিনিষ ব্যবহার করি তবে ভালোই হবে।

কর্পূর

কর্পূর মশা তাড়াতে খুব ভালো কাজে লাগে। আপনি যেখানে কাজ করবেন তার নিচে কর্পূর এর টুকরো রেখে দিন। দেখবেন মশা ধারের কাছে আসছেনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফ্যান চালান

গরম কালে সবাই পাখা এমনি চালিয়ে রাখে। কিন্তু বর্ষার সময় সবাই পাখা চালাননা। তাই গরমকালে মশা তাড়াতে খুব জোড়ে পাখা চালিয়ে রাখুন। মশা পাখার হাওয়াতে উড়তে ভালো পারেনা। ফলে মশার উপদ্রব কমবে।

জল জমতে দেবেন না

বাড়ির চারপাশে জল জমে থাকলে সেখানে মশা বেশি হয়। ফলে বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ছাদের কোনে বৃষ্টির জল যাতে না জমে সেদিকে নজর রাখুন। বাথরুমে বেশি জল রাখবেননা। আর জল রাখলেও তা চাপা দিয়ে রাখার ব্যবস্থা করুন। বাড়ির কোথাও কোনো টব, ভাঙা বালতি জাতীয় কিছু রাখবেন না‌। আর থাকলেও তা উল্টে রাখবেন। বাড়ির পাশে আবর্জনা ফেলার জায়গায় জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group