বদলে গেল নিয়ম, পেনশন পেতে হলে পূরণ করতে হবে এই ফর্ম, জারি নয়া বিজ্ঞপ্তি

Published on:

new pension rule all government employee must fill up pension form 6a

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি চাকরি মানেই নিশ্চিন্তে রিটায়ারমেন্ট জীবন কাটানো যায়। এর প্রধান কারণ হল সরকারি চাকরিতে একটা সময় পর অবসর নিলেও প্রতিমাসে পেনশনের (Pension) টাকা আসে। যেটা মাসের একটা নির্দিষ্টি ইনকামের গ্যারেন্টি প্রদান করে। তবে এবার জানা যাচ্ছে পেনশনের নিয়মে বেশ বড়সড় বদল হতে চলেছে। যেটা সঠিকভাবে না জানা থাকলে পরবর্তীকালে পেনশনের টাকা আটকে যেতে পারে। তাই আপনিও যদি সরকারি চাকরি করেন এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

পাল্টে গেল পেনশনের নিয়ম

WhatsApp Community Join Now

সরকারের তরফ থেকে বিভিন্ন দফতরের ডিজিটালাইজেশনের কাজ চলছে দ্রুত গতিতে। এবার জানা যাচ্ছে পেনশন সংক্রান্ত কাজও অনলাইনের মাধ্যমেই করা হবে। এতদিন কেন্দ্রীয় সরকারের কর্মীরা চাইলে অফলাইনে ফর্ম ফিলআপ করতে পারতেন। তবে এমাসের শুরুতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়ে যেখানে জানায় হয়েছে বন্ধ হয়ে যেতে চলেছে অফলাইন পক্রিয়া। এখন থেকে অনলাইনেই হবে সমস্ত কাজ।

অনলাইনেই হবে সমস্ত কাজ

জন্য যাচ্ছে, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পেনশন সংক্রান্ত কাজ সহজ করে তোলার জন্য পোর্টাল তৈরী করা হয়েছে। সরকারি দফতরের প্রথান ও নোডাল অফিসারদের এই পোর্টাল ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে প্রত্যেকে নিজেই পেনশন সংক্রান্ত কাজ অনলাইনে সম্পন্ন করতে পারেন।

পেনশন ফর্ম 6 A

পেনশনের জন্য একাধিক ফর্ম ফিলআপ করতে হাত যেমন Form 6, 8, 4 ও 3, Format 1, Format 9, FMA থেকে Zero Option Form। এই সমস্ত ফর্মকে সরলীকৃত করে Pension Form 6A তৈরী করা হয়েছে। একইসাথে CCS পেনশন বিধিমালা, ও 2021-এর 53, 57, 58, 59, 60 বিধিগুলিকে সংশোধন করা হয়েছে।

অবসরের দিনেই পেনশন অর্ডার

কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যাতে অবসরের দিনেই সমস্ত বকেয়া থাকা পেমেন্ট পেয়ে যান ও মেনশনের অর্ডার পেয়ে যান তার জন ভবিষ্য় পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মধ্যেই ফর্ম ৬ এ পূরণ করে নেওয়া যাবে। তাই আপনিও যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে এই ফর্ম পূরণ করে ফেলুন নিশ্চিন্তে পেনশনের অর্ডার পাওয়ার জন্য।

সঙ্গে থাকুন ➥
X