TRP থাকলেও আচমকাই সিরিয়াল ছাড়লেন অনুস্কা, স্টার জলসায় নতুন রোশনাই কে?

Published on:

roshnai shon

শ্বেতা মিত্র, কলকাতাঃ সিরিয়াল আসে যায় কিন্তু যেটা মনে থেকে যায় সেটা হল কিছু চরিত্র। ঠিক তেমনি একটি চরিত্র রোশনাই যা খুব অল্প সময়ের মধ্যে সকলের মনে জায়গা করে নিয়েছে। এই নাম চরিত্রে অভিনয় করা অনুষ্কা গোস্বামী অভিনেতা শন বন্দোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলো। তবে আচমকাই ঘটল ছন্দপতন। একদিকে যখন সিরিয়াল ভালো চলছিল ঠিক তখনই মেগা ছাড়লেন অভিনেত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। আচমকা মাঝপথে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলেন অনুষ্কা। স্বাভাবিকভাবেই এহেন খবরে মন খারাপ অনুরাগীদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রোশনাই ছাড়লেন অনুষ্কা!

বেশ কিছু সময় ধরে TRP তালিকায় রয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘রোশনাই’ সিরিয়াল। এই সিরিয়ালে অভিনয় করা প্রতিটি চরিত্র নিয়ে আলোচনার শেষ নেই। তবে একদিকে যখন সব ঠিক চলছিল তখন অনুষ্কা মাঝপথে এই মেগা ছেড়ে দিলেন। টলিপাড়ার অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এখন নিশ্চয়ই ভাবছেন কেন এরকম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

সূত্রের খবর, ম্যাজিক মোমেন্টসের এই রোশনাই সিরিয়াল থেকে শারীরিক অসুস্থতার জন্য সরছেন অনুষ্কা। ইতিমধ্যেই চ্যানেলকে NOC জমা দিয়েছেন তিনি। সুতরাং মাত্র ৭ মাসেই বড় বদল আসছে এই সিরিয়ালে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মন খারাপ দর্শকদের

কয়েকদিন আগেই এই সিরিয়ালে বেশ কিছু রোমান্টিক দৃশ্য দেখা গিয়েছিল। আরণ্যক-রোশনাইয়ের বৃষ্টিভেজা রোম্যান্স দেখে সকলেই উত্তেজনায় টগবগ করে ফুটতে শুরু করেছিলেন। তবে এসবের মাঝেই শারীরিক অসুস্থতার কারণে সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন তিনি। আপাতত চিকিৎসক অনুষ্কাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রশ্ন উঠছে, তাহলে অনুষ্কার জায়গায় কোন অভিনেত্রী আসবেন? এই বিষয়ে সিরিয়াল কর্তৃপক্ষের তরফে এখনো অবধি কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group