আর রইল না বাধা, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো পরিষেবায় মিলল বিরাট সাফল্য

Published on:

new garia airport metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি কবে মেট্রো (New garia airport metro) ছুটবে সে অপেক্ষায় দিন গুনছেন শহরবাসী। একবার যদি এই মেট্রো পরিষেবা শুরু হয়ে যায় তাহলে সকলের যাতায়াত ব্যবস্থা যে সোনায় সোহাগা হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে এই রুটে জোরকদমে কাজ চলছে। কবে এই কাজ শেষ হবে সে বিষয়ে এখনো অবধি স্পষ্ট কিছু জানা না গেলেও এই মেট্রোর প্রকল্পের মুকুটে নয়া পালক জুড়েছে। জা শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে মেট্রোপলিটন এবারে মেট্রোপলিটনের কাছে মেট্রোর কাজে বড় রকমের সাফল্য পেল কলকাতা মেট্রো। এখন আপনিও জানতে ইচ্ছুক যে কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সাফল্য পেল কলকাতা মেট্রো

আসলে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পর, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) অবশেষে মেট্রোপলিটন ক্রসিংয়ে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোর বা অরেঞ্জ লাইনের ১২৫ মিটার ভায়াডাক্ট গ্যাপ পূরণ করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। গার্ডার-লঞ্চারটি এখন চিংড়িঘাটায় শেষ ৬৫০ মিটারের ব্যবধান পূরণের জন্য ক্যাপ্টেন ভেরির কাছে যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ ইন্টারফেসে পৌঁছনোর জন্য ২০২৫ সালের মার্চের সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।

কবে চালু হবে পরিষেবা?

এক রিপোর্ট অনুযায়ী, কলকাতার অরেঞ্জ লাইন বছরের পর বছর ধরে বিদ্যমান ১২৫ মিটার ব্যবধানের মধ্যে শেষ ২৫ মিটার গার্ডার স্প্যান চালু করার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাফিক ব্লকটি সুরক্ষিত করেছে। গার্ডারগুলি ইস্পাত বা কংক্রিটের তৈরি প্লেট এবং বাক্সের সংমিশ্রণ যা একটি ডেককে সমর্থন করার জন্য প্রয়োজনীয়। এই ক্ষেত্রে, ভায়াডাক্ট যার উপর মেট্রো ট্র্যাক ইনস্টল করা হয়। ২৯ কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডর বাস্তবায়নকারী আরভিএনএলকে শেষ গার্ডার স্প্যানটি চালু করার জন্য ২৯৪ এবং ২৯৫ নম্বর পিয়ারের মধ্যে ২৮ মিটার x ১০.৫ মিটার রাস্তার জায়গা কর্ডন করতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মেট্রোপলিটন ক্রসিং থেকে কয়েক মিটার দূরে বাইপাসের দু’পাশে আরভিএনএল-এর প্রশস্ত রাস্তা ধরে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চের মধ্যে রুবি থেকে সল্টলেক পর্যন্ত পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের ক্ষেত্রে যে সব বাধা মিটে গিয়েছে সেটাও কিন্তু নয়। চিংড়িঘাটায় ৬০০ মিটারের কিছুটা বেশি অংশের শূন্যস্থান পূরণ করতে হবে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএলকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group