কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। SSC দুর্নীতিকাণ্ডে এবার এক বছরেরও বেশি সময় ধরে জেলে থাকার পর জামিন পেলেন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ বুধবার কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। যদিও এই জামিন শর্তসাপেক্ষ। অর্থাৎ চাইলেই নিজের মন মর্জি মতো কিছু করতে পারবেন না কুন্তল। এদিকে আজই আবার চাকরি চুরি কাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়েরও জামিন মামলার শুনানি রয়েছে। প্রশ্ন উঠছে, তিনিও কি আজ জামিন পাবেন?
জামিন পেলেন কুন্তল ঘোষ
আসলে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED এবং CBI এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করছে বিগত দুই বছরের বেশি সময় ধরে। একের পর এক চার্জশিট থেকে শুরু করে নানা তথ্য হাইকোর্ট-এ দাখিল করেছে সংস্থা। যদিও এবার নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট বলে খবর। বুধবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এদিন এই জামিন মামলার রায় দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
তিনি জানান, শর্তসাপেক্ষে জামিন পাবেন অভিযুক্ত। অভিযুক্ত কুন্তলকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে হাজির থাকতেই হবে। এছাড়া মোবাইল নম্বর জমা দিয়ে দিতে হবে আদালতে। ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। তা ছাড়া, কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। তবে এখানে একটি বিষয় বলে রাখি, ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের। ফলে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল। জেল থেকে বাইরে বেরোতে হলে কুন্তল ঘোষকে সিবিআইয়ের দায়ের করা মামলাতেও জামিন পেতে হবে।
আজ পার্থ-র জামিন মামলার শুনানি
এদিকে আজই আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে। বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা করবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। শুধু একা পার্থ নয়, এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত আরও আট জনের জামিন মামলারও রায় ঘোষণা হবে একই সঙ্গে। সকলে আজ জামিন পাবেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।