অস্ট্রেলিয়া যাচ্ছেন শামি? বড় খবর দিলেন ভারতের বোলিং কোচ

Published on:

morne morkel mohammed shami

কলকাতাঃ দীর্ঘ ৩৬০ দিন পর মাঠে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরাতেও দেখা যায় তাঁকে। কিন্তু তিনি জাতীয় দলের হয়ে কবে নামবেন? অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে মহম্মদ শামিকে? এবার এসব নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন মর্নি মর্কেল

ভারতীয় দলের কোচ মর্নি মর্কেল বলেন, ‘আমরা শামির উপর নজর রাখছি। ও এখন কতটা পারফর্ম করতে পারে, ওঁর শরীরের বর্তমান অবস্থার দিকেও খেয়াল রাখা হচ্ছে। আমরা এখন শামিকে নিয়ে ধৈর্য ধরে আছি। সামনেই সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তাঁকে খেলতে দেখা যাবে।’

শুভমন গিলের চোট নিয়েও মুখ খুলেছেন মর্নি মর্কেল

শুভমন গিলের চোট নিয়েও মুখ খুলেছেন মর্নি মর্কেল। বলে দিই, চোট পেয়ে প্রথম ম্যাচে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছেন শুভমন। তবে টিম ম্যানেজমেন্ট এখনই এই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। আর এবার গিলের চোট নিয়ে মুখ খুললেন মর্কেল। তিনি বলেন, ‘ওঁ সুস্থ হয়ে উঠছে। প্রথম টেস্টের সকালেই ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মর্কেলের এই মন্তব্য থেকে এটুকু স্পষ্ট যে, গিলকে এখনও প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হচ্ছে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group