গোয়েন্দা প্রধান থেকে হাওড়া পুলিসে বদল, কেন এত তৎপর নবান্ন? জানা গেল কারণ

Published on:

nabanna wb police

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন প্রান্তে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। যা সামাল দিতে রীতিমত রাজ্যের পুলিশও ব্যর্থ বলে অভিযোগ বিরোধীদের। শুধু তাই নয় কাউন্সিলরকে খুনের চেষ্টা, বিহার থেকে অস্ত্র ও দুষ্কৃতী আসার নজিরও দেখা গিয়েছে বাংলায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে সম্প্রতি ফিরহাদ হাকিম থেকে সৌগত রায় পুলিশকে সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। যার জেরে অনেকে রাজ্য ও কলকাতা পুলিশের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই আবহেই এবার নবান্ন রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল করল।

রাজ্য পুলিশে রদবদল প্রশাসনের!

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাজ্য পুলিশে রদবদলের বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদ সরানো হয়েছে মুরলীধর শর্মাকে। তাঁর জায়গায় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে ডঃ প্রণব কুমারকে। তবে শুধু অতিরিক্ত পুলিশ কমিশনার নয় তার পাশাপাশি বদলানো হয়েছে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানকেও। সেখানে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন মুরলীধর শর্মা। অতিরিক্ত পুলিশ কমিশনার নিযুক্ত করার পাশাপাশি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। এবার ব্যারাকপুর রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে গেলেন তিনি। এবং সেই পদে এলেন প্রণব কুমার।

হাওড়া পুলিশ কমিশনারেটেও একাধিক রদবদল

এছাড়াও কলকাতার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেটেও একাধিক রদবদল আনা হয়েছে। জানা গিয়েছে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে থাকা স্বাতী ভাঙ্গালিয়াকে পাঠানো হয়েছে সাইবার ক্রাইমের সুপার পদে। হাওড়ার ডিসি (দক্ষিণ) পদে থাকা বিশ্বজিৎ মাহাতোকে ডিসি সেন্ট্রাল (হাওড়া)-র দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এতদিন ডিসি সেন্ট্রাল(হাওড়া) সুবিমল পালকে বদলি করা হয়েছে হাওড়া গ্রামীণ সুপার পদে। সেই সঙ্গে আইবি ডিপার্টমেন্ট থেকে সুরিন্দর সিং-কে হাওড়ার ডিসি (হাওড়া)-র দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দেখার পালা এই রদবদল কতটা পরিবর্তন আনবে রাজ্যে। অপরাধমূলক কাজের সংখ্যা কতটাই বা নিয়ন্ত্রণে আসবে।

সঙ্গে থাকুন ➥