প্রীতি পোদ্দার, কলকাতা: ভোর এবং সকালের দিকে উত্তুরে হওয়ার শিরশিরানি সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে মুড়ে থাকে উত্তর থেকে দক্ষিণ। তবে বেলা বাড়তেই হালকা-হালকা শীতের আমেজ থাকে রাজ্যে। তার জেরে শীতপ্রেমীরা বেশ খুশিই হয়েছেন। নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে বলে। তবে এর মধ্যেই আবার বেড়েছে রাতের তাপমাত্রা। তবে কি এবার শীতের ইনিংসে ইতি পড়তে চলেছে?
ঘূর্ণিঝড়ের আভাস
এদিকে ঘূর্ণাবর্ত নিয়ে IMD এর শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান ও নিকোবরে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তবে দুশ্চিন্তার বিষয় হল এই নিম্নচাপ ‘গভীর নিম্নচাপে’ পরিণত হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মনে করা হচ্ছে। আসলে এই নিম্নচাপ গত ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়েছে। সে ক্ষেত্রে আগামী শনি বা রবিবার মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে পৌঁছতে পারে ওই ঘূর্ণিঝড়। সতর্কবার্তায় বলা হয়েছে, এর প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কার উত্তর উপকূলেও। কিন্তু পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। রাতের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতই আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলা। তবে বেলা বাড়তেই কুয়াশার দাপট কমবে।