অবশেষে বকেয়া DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, বছর শেষের দিকে সুখবর কর্মীদের জন্য

Published on:

Da Hike

পার্থ সারথি মান্না: কেন্দ্রীয় সরকার সময়মত মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন কোনো ঘোষণাই নেই। এর জেরে রাজ্যের কর্মীদের মধ্যে ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। নভেম্বর মাসে কেন্দ্রের ৩% DA বৃদ্ধির ঘোষণার পরে একাধিক রাজ্যে DA বাড়ানোর ঘোষণা এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক রাজ্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

সম্প্রতি ৩% DA বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকার নয় বরং বিহার সরকারের তরফ থেকে এই ঘোষণা মিলেছে। যার ফলে রাজ্যের প্রায় ১০ লক্ষ কর্মচারীরা খুশি হয়ে গিয়েছেন। এতদিন ৫০ শতাংশ হিসাবে মহার্ঘ ভাতা পাওয়া যেত। তবে সেটা এবার বেড়ে ৫৩% হয়ে যাওয়ায় বেশ কিছু টাকা অতিরিক্ত ঢুকবে পকেটে। এতেই বেজায় আনন্দিত কর্মচারীরা।

মিলবে বকেয়া টাকাও

অবশ্য শুধু DA বৃদ্ধির ঘোষণাই নয়, সাথে আরও একটি সুখবর মিলেছে। এবছরের ১লা জুলাই থেকেই কার্যকর হবে নতুন DA, ফলে জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বকেয়া টাকাও পাওয়া যাবে। ফলে এককালীন বেশ কয়েক হাজার টাকা অতিরিক্ত পাবেন বিহারের সরকারি কর্মীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একধাক্কায় মাইনে বাড়তে পারে ৩৩ হাজার!

নভেম্বরে DA বৃদ্ধির ঘোষণা আসার পর থেকেই অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বৈঠকেও বসেছিলেন সরকারি কর্মীদের প্রতিনিধিরা। জানা যাচ্ছে, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সচিব গোবাল মিশ্রের মতে, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৮৬ হওয়া উচিত বলে মনে করা হচ্ছে। যদি সেটা হয় তাহলে নূন্যতম বেতন যেটা এখন ১৭,৯৯০ রয়েছে সেটাই বেড়ে ৫১,৪৫১ টাকা হয়ে যাবে। অর্থাৎ এধাক্কায় ৩৩,৪৫১ টাকা বেড়ে যেতে পারে বেতন।

প্রসঙ্গত, ১ লা জানুয়ারি ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় ইন্টারন্যাশনাল লেবার কমিশনের বিধি ও ডঃ এইক্রয়ডের ফর্মুলা অনুযায়ী নূন্যতম বেতন ২৬,০০০ টাকা করার দাবি জানান হয়েছিল। তবে বাস্তবে সেটা হয় ১৮,০০০ টাকা। এবার অষ্টম বেতন কমিশন গঠন হলে নূন্যতম বেতন কত হয় সেটাই দেখার বিষয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group