কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে পার্থে। সেখানেই খেলতে নেমেছে ভারত আর অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ। আর প্রথম থেকেই আয়ারাম, গয়ারাম অবস্থা ভারতীয় ব্যাটারদের। ৪৯.৪ ওভারে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। ভারতের হয়ে এই ম্যাচে সর্বাধিক রান করেছেন নিতিশ রেড্ডি। তিনি ৫৯ বলে ৪১ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তিনি ৭৮ বলে ৩৭ রান করেছেন।
ঋষভ পন্থ ও নাথান লিয়নের খুনসুটি
এই ম্যাচে ঋষভ পন্থ ও নাথান লিয়নের মধ্যে একটি কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আসলে আগামী পরশু দিন শুরু হচ্ছে IPL 2025 এর মেগা নিলাম। আর সেই নিলাম নিয়েই পন্থকে প্রশ্ন করেন লিয়ন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
IPL AUCTION TALK IN BGT 😄🔥
Nathan Lyon – “Where are you going in the IPL auction”?
Rishabh Pant – “No Idea”. pic.twitter.com/qbpQ2movED
— Johns. (@CricCrazyJohns) November 22, 2024
ঋষভ পন্থ যখন ব্যাটিং করছিলেন, তখন নাথান লিয়ন ফিল্ডিং করার মাঝেই তাঁর সামনে চলে আসেন। আর সেই সময় অস্ট্রেলীয় স্পিনার লিয়ন পন্থকে জিজ্ঞাসা করেন যে, মেগা অকশনে আপনি কোন দলে যাচ্ছেন? এর জবাবও দেন ঋষভ পন্থ। ভারতীয় ব্যাটার জানান, ‘কোনও আইডিয়া নেই।’
কলকাতা নাইট রাইডার্সে খেলতে পারেন ঋষভ পন্থ
উল্লেখ্য, এবারের আইপিএলে সবথেকে দামি প্লেয়ার হতে পারেন ঋষভ পন্থ। তাঁকে নেওয়ার জন্য একাধিক ফ্রাঞ্চাইজি মুখিয়ে রয়েছে। এমনকি গতবারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী বলে জানা যাচ্ছে। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন যে, মিচেল স্টার্কের গতবারের ২৪.৭৫ কোটির থেকেও এবার বেশি দামে বিক্রি হতে পারেন ঋষভ পন্থ।