শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই মেট্রো (Kolkata Metro) পরিষেবা সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ এই মেট্রো ব্যবস্থার ওপর ভরসা করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। তবে এই মেট্রো পরিষেবাই আবার মাঝেমধ্যে সকলের মাথাব্যাথার কারণ হয়ে ওঠে। সঠিক সময়ে মেট্রো না মেলায়, বা ভিড়ে ঠাসা মেট্রো এলে সমস্যার শেষ থাকে না। তবে আর চিন্তা নেই, কারণ কলকাতা মেট্রো এবার এমন এক নির্দেশ দিয়েছে যারপরে সকলের নিত্য যাত্রা আরও মাখনের মতো সহজ হয়ে যাবে বৈকি। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার শুধুমাত্র দমদম কিংবা দক্ষিণেশ্বরই নয়, আগামী দিনে নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো ছাড়বে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
দমদম অতীত, নোয়াপাড়া থেকে ছাড়বে মেট্রো?
এমনিতে ভিড় মেট্রো নিয়ে নিত্য যাত্রীদের অভিযোগের শেষ নেই। শয়ে শয়ে মেট্রো চললেও ভিড় যেন কমার নাম নেই। মেট্রোর তরফে দেওয়া এক রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ–দক্ষিণেশ্বর মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি ট্রেন চলে। কিন্তু তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত। এরপরেও যাত্রীদের সমস্যার অন্ত হচ্ছিল না। আর এই নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে ভুড়ি ভুড়ি অভিযোগ দায়ের হয়। আর এরপরেই বড় নির্দেশ দিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি একটি নির্দেশ দেন।
নির্দেশ অনুযায়ী, এবার থেকে সারাদিনে ১৫৮টি মেট্রো চলবে নোয়াপাড়া পর্যন্ত। কর্মব্যস্ত দিনে দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো যখন দমদম স্টেশনে ঢোকে তখন বহু যাত্রী ওই চাপের জেরে উঠতেই পারেন না। ওই তুমুল ভিড় এড়াতেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসা মেট্রো ছেড়ে দেন বহু যাত্রী। আর কিছুক্ষণ অপেক্ষা করে দমদম স্টেশন থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়ে যে মেট্রো তাতে উঠতেন। এবার সেই রেকগুলি নোয়াপাড়ায় আসবে এবং যাত্রী তুলে নিয়ে যাবে। এতে করে ভিড়ে অনেকটাই রাশ টানা যাবে বলে খবর।
নোয়াপাড়া- বিমানবন্দর মেট্রো পরিষেবায় নতুন আপডেট
এদিকে খুব সময়ের মধ্যে বিমানবন্দর অবধি মেট্রোকে ছুটতে দেখা যাবে। নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ৭ কিলোমিটার অংশকে কাজের প্রথম পর্যায় বলে মনে করা হলেও দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত ৪ কিলোমিটার রেলপথের কাজ দ্রুত গতিতে চলছে। মেট্রো কর্তৃপক্ষ প্রথমে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চূড়ান্ত করছে।
কলকাতা মেট্রো এখন কয়েক মিনিটেই মানুষকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়ার কাজ করছে। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে সিআরএস অর্থাৎ চিফ সিকিউরিটি কমিশনার সেফটি এখানে এসে তা খতিয়ে দেখবেন, তারপর এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে এই পরিষেবা শুরু হবে। সোমবার মেট্রোর জিএম পি উদয় রেড্ডি নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এখনও পর্যন্ত করা কাজের প্রথম ট্রলি পরিদর্শন করেন। এটি ৩ কিলোমিটার পথ। পরিদর্শনকালে তিনি যশোর রোড মেট্রো স্টেশনের কাজের অগ্রগতি, বিশেষ করে এই স্টেশনের বহির্ভাগের কাজ পরিদর্শন করেন। জিএম যশোর রোড স্টেশনের বাইরে গাছের চারা রোপণ করেছিলেন।