প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের সর্বত্রই রয়েছে হালকা শীতের আমেজ। ভোর হতে না হতেই হালকা কুয়াশায় ঢেকে যায় চারিদিক। তবে বেলা বাড়তেই ঠান্ডার তেজ কমতে থাকে। আর এই আবহে আবার বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না আবহাওয়াবিদরা।
শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী দু’দিনে নিম্নচাপে পরিণত হবে। ২৫ তারিখ অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওই গভীর নিম্নচাপের শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তার উপর নজর রাখছে আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেমের কোনও প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। এমনকি আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। সামান্য ওঠা নামা করতে পারে পারদ। কয়েকটি জেলায় সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকের মতই পরিষ্কার এবং শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে জন্য যাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত কোনও জেলায় বৃষ্টি হবে না। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের মতই একই আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার একটি বা দুটি অংশে কুয়াশা পড়তে পারে। তবে কোথাও ঘন কুয়াশা পড়বে না। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।