গরম দক্ষিণ ভারতেও পড়ে বরফ, শীতে পারদ নামে -২ ডিগ্রিতে, তুষারপাত হয় এই হিল স্টেশনে

Published on:

lambasingi snowfall

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ শীতকাল এলেই মানুষের মধ্যে একটা ঘুরতে যাওয়ার প্রবণতা অনেক বেশি বাড়ে। যারা সাধারণত শীতকাল পছন্দ করে, তারা চায় শীতকালে বরফের দেশে ঘুরতে যাওয়ার। কিন্তু সময় আর অনেক বাজেটের কারণে ঘুরতে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু এখন আপনাকে যদি বলা হয় দক্ষিণ ভারতে এমন একটা জায়গা আছে যেখানে শীতকালে বরফ পড়ে, তাহলে আপনি অবশ্যই বিশ্বাস করবেন না। তবে অবশ্যই হ্যাঁ। দক্ষিণ ভারতে এমন একটা জায়গা আছে যেখানে শীতকালে বরফ পড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শীতের দিনে যদি কারোর বরফ দেখার ইচ্ছা হয়, তাহলে সে অবশ্যই সিমলা, মানালি, কুলু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। সেখানে প্রকৃতি বরফের সাদা চাদরে মুখ ঢাকে।

সবাই জানে দক্ষিণ ভারতে আবহাওয়া হলো গরম ও আদ্র। ফলে বরফের কোনো প্রশ্নই থাকেনা উল্টে প্রচুর বৃষ্টিপাতের কারণে সবুজে ঘেরা সব জায়গা। কিন্তু আমরা অনেকেই জানিনা দক্ষিণ ভারতেও এমন একটা জায়গা আছে যেখানে শীতকালে তুষারপাত হয়। ফলে গোটা জায়গাটা সাদা বরফের চাদরে ঢাকা থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শীতে বরফ পড়ে অন্ধ্রপ্রদেশে এই হিল স্টেশনে

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ। সেই রাজ্যের বিশাখাপত্তনমের একটি গ্রাম লাম্বাসিঙ্গি (Lambasingi)। ছোটো পাহাড়ি গ্রামটি সমুদ্র উপকূল থেকে মাত্র ১ হাজার মিটার উচ্চতায় অবস্থিত। এমন গ্রাম দক্ষিণে অনেক রয়েছে, কিন্তু এই লাম্বাসিঙ্গি আলাদা, কারণ সেখানে শীতকালে তুষারপাত হয়।

শীতকালে এই ছোট্ট গ্রাম লাম্বাসিঙ্গিতে পারদ নেমে যায় মাইনাস ২ ডিগ্রিতে। এর অবস্থান গত সুবিধার কারণে উচ্চতা পারদ পতনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ফলে এই গ্রাম শীতকালে বরফে ঢাকা থাকে। এবং গ্রামটি পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

শীতকালে অনেক পর্যটক এই গ্রামের বরফ ও সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যায়। সেই সঙ্গে রয়েছে এইখানকার বিখ্যাত ঝর্না কথাপল্লি। প্রতিবছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের অগাধ আনাগোনা লেগেই থাকে শুধুমাত্র এই দক্ষিণ ভারতের বরফে মোরা গোটা গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group