প্রীতি পোদ্দার, বারাসত: বছর দুয়েক আগে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে উড়ালপুলের (Barasat Flyover) স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য পূর্ত দপ্তর। সেই মতো ২০২২ এর ডিসেম্বরে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বারাসত শহরে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণেও জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু বেশ কিছু কারণে পরবর্তী সময়ে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুল। কিন্তু কয়েক বছর ধরে এই উড়ালপুরের স্বাস্থ্য পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে।
কবে উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা?
দেখতে দেখতে দুই বছর অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু বারাসত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা আর হয়নি। তবে বেশ কিছুদিন যাবৎ উড়ালপুলের বেশ কিছু ত্রুটি নজরে এসেছে পূর্ত দপ্তরের। আর তাই নিয়ে সম্প্রতি পূর্ত দপ্তরকে চিঠি দিয়ে বারাসত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা যে জরুরি, সে কথা জানিয়েও দেয় জেলা প্রশাসনকে। তার ভিত্তিতে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। আপাতত ঠিক করা হয়েছে ডিসেম্বরের প্রথম থেকেই এই কাজ শুরু হতে পারে। প্রথমে এই উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। অর্থাৎ ফ্লাইওভারটি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা খতিয়ে দেখা হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সংস্কারের কাজ করা হবে। সে ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, এমনটা বলা যেতে পারে।
বারাসত শহরের যানজট এড়াতে বামফ্রন্ট জমানায় চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত ১২ নম্বর রেলগেটের উপর দিয়ে উড়ালপুলটি তৈরি হয়েছিল। প্রায় দু’দশকের পুরোনো এই ফ্লাইওভারের সংস্কার হয়েছে একাধিক বার। চাঁপাডালি থেকে এই উড়ালপুল দিয়ে সহজেই ব্যারাকপুর, নৈহাটি, বড় জাগুলিয়া পর্যন্ত যাওয়া যায়। তিনটি রুটের বাসও চলে। তা ছাড়া, রোজ কয়েক হাজার অটোরিকশা, টোটো–সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে ফ্লাইওভার দিয়ে। বছর কয়েক আগে এই উড়ালপুলের গার্ডার সংস্কারের কাজ হয়েছিল। এবার ফ্লাইওভারটি কোন পর্যায়ে রয়েছে তা দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
কী বলছেন বারাসত পুরসভার চেয়ারম্যান?
এই প্রসঙ্গে, বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, উড়ালপুলের বেশ কিছু গার্ডার পরিবর্তন করতে হবে। ডিসেম্বর মাসের শুরুতেই কাজ শুরু হবে। তার দু’দিন আগে থেকেই যান চলাচল বন্ধ রাখা হবে। তিনি জানিয়েছেন, উড়ালপুলের নীচে হকারদের যে দোকান রয়েছে সেগুলিও বন্ধ রাখতে হবে। তবে এই কাজ রাতের দিকে হবে। জানা গিয়েছে এই কাজ শুরু আগে জনগণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। সেখানেই উল্লেখ করা থাকবে কতদিনের জন্য বন্ধ থাকবে এই ব্রিজ। এর পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে কী করা হবে।