এবার মমতার জেল? কেজরিওয়ালের মতোই অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, ফাঁস করলেন শুভেন্দু

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির আগে টানা দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছিল ED। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED- র এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল-সহ বাকি বিরোধী দলগুলি। আর এবার ঘুরপথে সেই আবগারি দুর্নীতির অভিযোগ উঠল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

আবগারি দুর্নীতির অভিযোগ শুভেন্দুর!

WhatsApp Community Join Now

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘আপনি বেভারেজ করপোরেশন অফ বেঙ্গলকে তুলে দিলেন। সেটা সরকারের করপোরেশন। আপনি দিল্লির এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটরকে ডেকে আনলেন মদের জন্য। আমি ৩ বার RTI করেছি। কিন্তু রাজ্য সরকার আমাকে এক্সাইজ পলিসি দিচ্ছে না। আপনি তো লুকাতে চাইছেন। আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন, করছেন, সুরক্ষা দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে।’

উঠে এল রাজ্যে সাইকেল দুর্নীতির প্রসঙ্গ

এখানেই থেমে যাননি শুভেন্দু। তিনি মদের দুর্নীতির পাশাপাশি রাজ্যে ছাত্রছাত্রীদের সাইকেল দুর্নীতি কাণ্ডেও রীতিমত শাসকদল তৃণমূল এর দলনেত্রীকে কটাক্ষ করে বলেন, ‘জল জীবন মিশনে যে ঠিকাদার বরাত পেয়েছেন তিনি ২০২১ সালে IPAC-কে ১২ কোটি টাকা দিয়েছিলেন। সাইকেলেও দুর্নীতি আছে। প্রতি বছর রাজ্য সরকার ২০ লক্ষ সাইকেল কেনে। তার মধ্যে কেন্দ্রের একটা বড় টাকা থাকে। আপনি এক একটা সাইকেল কিনেছেন ৭,৯৪৮ টাকায়। ৫ বছর ধরে দাম বদলায়নি।’

পাশাপাশি ওপেন চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ‘আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন। আমি তথ্য সরবরাহ করার কাজ করব। তার আগে যে সমস্ত চিটিংবাজ সংস্থার কাছ থেকে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন সমস্ত টাকা ফেরত দিয়ে সংস্কার করে দেখান।’ আর এই মন্তব্যের মাঝেই প্রশ্ন উঠছে তবে কি এবার অরবিন্দ কেজরিওয়ালের মত একই হাল হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর!

সঙ্গে থাকুন ➥
X