স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগ, ১৬৯ পদে চাকরির বিজ্ঞপ্তি, এক ক্লিকে করুন আবেদন

Published on:

sbi recruitment 2024

প্রীতি পোদ্দার, দিল্লি: চাকরির বাজারে এখন মন্দা পরিস্থিতি। দিন যত এগোচ্ছে চাকরির হাল আরও খারাপ হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ। তবে এই আবহে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ করে দিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেশ খুশি চাকরিপ্রার্থীরা

SBI Recruitment 2024 Notification: চাকরির বিবরণ

WhatsApp Community Join Now

সম্প্রতি SBI ব্যাঙ্ক লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল https://www.sbi.co.in//

পদের নাম

বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ((ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

শূন্যপদের সংখ্যা

SBI ব্যাঙ্ক লিমিটেড বা SBI রিক্রুটমেন্ট ২০২৪-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে উল্লিখিত ওই পদে শূন্যপদের সংখ্যা ১৬৯ টি।

বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই পদে নির্বাচিত হলে নিযুক্তদের বেতনক্রম হবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও চাকরিপ্রার্থীদের অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।

SBI Recruitment 2024 Criteria: SBI ব্যাঙ্ক লিমিটেডে উল্লেখিত পদগুলির যোগ্যতা

SBI ব্যাঙ্ক লিমিটেড এ উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দুবছর এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি পদের আবেদনের বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৩০ বছর পর্যন্ত। তবে বয়সের ক্ষেত্রে সংরক্ষিতদের জন্য যথেষ্ট ছাড় দেওয়া হবে।

Selection Process for SBI Recruitment 2024: SBI এ উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি

এখানে মূলত তিনটি ধাপের মাধ্যমে চাকরী প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এবং বাকি পদগুলির জন্য অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।

Application Process for SBI Recruitment 2024: SBI এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি

SBI ব্যাঙ্ক লিমিটেডে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। প্রথমে আগ্রহী চাকরিপ্রার্থীরা SBI ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। তারপর আবেদনপত্রে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার দরকার সেগুলো আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট আবেদন ফি প্রদান করা বাধ্যতামূলক।

SBI এ উল্লেখিত পদের আবেদন ফি

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে উল্লিখিত পদে আবেদনের জন্য ফি হিসেবে আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে এই আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা।

আবেদন করার সময়সূচি

SBI ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ ২২ নভেম্বর ২০২৪ থেকে। এবং এই পদে আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন হল আগামী ১২ ডিসেম্বর।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন পত্র- Apply Here

সঙ্গে থাকুন ➥
X